ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ম্যাককেইন ও গ্রাহাম ৩য় বিশ্বযুদ্ধ বাধাতে চান ॥ ট্রাম্প

প্রকাশিত: ০৫:১০, ৪ ফেব্রুয়ারি ২০১৭

ম্যাককেইন ও গ্রাহাম ৩য় বিশ্বযুদ্ধ বাধাতে চান ॥ ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজ দল রিপাবিলকানের প্রভাবশালী সিনেটর জন ম্যাককেইন ও লিন্ডসে গ্রাহামকে অভিযুক্ত করে বলেছেন, এ দুই ব্যক্তি সবসময় তৃতীয় বিশ্বযুদ্ধ বাধাতে চান। অভিবাসন ও ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে সমালোচনা করায় তিনি দুই সিনেটরের বিরুদ্ধে একথা বলেন। খবর ওয়েবসাইটের। ট্রাম্প বলেন, সবসময় এ দুই ব্যক্তি বিশ্বযুদ্ধ শুরুর চেষ্টা করেন। স¤প্রতি সাতটি মুসলিম দেশের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দেয়ার পর দেশে এবং দেশের বাইরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ম্যাককেইন ও গ্রাহাম যে বিবৃতি দিয়েছেন তা ভুল, তারা অভিবাসনের বিষয়ে বড়ই দুর্বল। এ দুই সিনেটরের উচিত সবসময় যুদ্ধ বাধানোর চেষ্টা থেকে বিরত হয়ে আইএস, অবৈধ অভিবাসন ও সীমান্ত নিরাপত্তার মতো বিষয়ে মনযোগ দেয়া। শরণার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারির পর ম্যাককেইন ও গ্রাহাম এক যৌথ বিবৃতিতে বলেছেন, ট্রাম্পের এ নির্বাহী আদেশ সন্ত্রাসীদেরকে সাহায্য করবে।
×