ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাঁচ মুসলিম দেশের নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল কুয়েত

প্রকাশিত: ০৫:১০, ৪ ফেব্রুয়ারি ২০১৭

পাঁচ মুসলিম দেশের নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল কুয়েত

যুক্তরাষ্ট্রে পর এবার পাঁচটি মুসলিম দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। রুশ বার্তা সংস্থা স্পুটনিক বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর ইয়াহু নিউজের। নিষেধাজ্ঞা জারি করা দেশগুলো হচ্ছে সিরিয়া, ইরাক, পাকিস্তান, আফগানিস্তান ও ইরান। মূলত এসব দেশ থেকে জঙ্গীরা যাতে কুয়েতে প্রবেশ করতে না পারে সেজন্য এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে দাবি করা হয়েছে। সন্ত্রাসীদের হাত থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষার অজুহাত দেখিয়ে গত শুক্রবার ইরাক, সিরিয়া, সুদান, ইরান, সোমালিয়া, লিবিয়া ও ইয়েমেন থেকে শরণার্থী ও অভিবাসন প্রত্যাশীদের আসা ঠেকাতে নির্বাহী আদেশ জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব দেশের মধ্যে সিরিয়ার শরণার্থীদের ওপর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ট্রাম্পের নির্বাহী আদেশের আগেও সিরিয়ার নাগরিকদের ভিসা দেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল কুয়েত। গৃহযুদ্ধের কারণে ২০১১ সালে সিরিয়ার নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ ঘোষণা করেছিল কুয়েত সিটি।
×