ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সর্বস্তরে বাংলার দাবিতে উদীচীর ভাষা অভিযাত্রা

প্রকাশিত: ০৫:০৮, ৪ ফেব্রুয়ারি ২০১৭

সর্বস্তরে বাংলার  দাবিতে উদীচীর  ভাষা অভিযাত্রা

স্টাফ রিপোর্টার ॥ আদালত ও দাফতরিক কাজে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করাসহ কয়েকটি লক্ষ্য সামনে রেখে শুরু হলো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজিত মাসব্যাপী ‘ভাষা অভিযাত্রা’ কর্মসূচী। শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শোভাযাত্রাসহ কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচী। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে শাহবাগ প্রজন্ম চত্বরে এ কর্মসূচীর উদ্বোধনী দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচী উদ্বোধন করেন ভাষা সংগ্রামী ও উদীচী কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি কামাল লোহানী। উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদের সভাপতিত্বে আলোচনা পর্বে আলোচনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি অধ্যাপক বদিউর রহমান, ডাঃ চন্দন দাশ এবং ড. শাশ্বত ভট্টাচার্য্য।
×