ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাবিতে পূজায় সংঘর্ষ জড়িতদের বিচার নিয়ে গড়িমসি ছাত্রলীগের

প্রকাশিত: ০৫:০৮, ৪ ফেব্রুয়ারি ২০১৭

ঢাবিতে পূজায় সংঘর্ষ জড়িতদের বিচার নিয়ে গড়িমসি ছাত্রলীগের

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ সরস্বতী পুজা উদযাপনের সময় জগন্নাথ হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উৎপল বিশ্বাসের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচার নিয়ে গড়িমসি করছে ছাত্রলীগ। এ ঘটনায় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ দোষীদের বিরুদ্ধে গত বৃহস্পতিবারের মধ্যে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়ার কথা বললেও এখনও কোন বিচার হয়নি। গত বুধবার রাত ১১টার দিকে জগন্নাথ হলের পূজাস্থলে ডিজে পার্টি চলার সময় জগন্নাথ হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক উৎপল বিশ্বাস তার নেতাকর্মীদের নিয়ে মাঠে অবস্থান করছিলেন। সেখানে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা গেলে উৎপল তাদের চলে যেতে বলেন। এর প্রতিবাদ করলে উৎপলের অনুসারীরা তার নেতৃত্বে হকিস্টিক ও লাঠিসোটা দিয়ে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। পরে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক অসীম সরকার, ছাত্রলীগের ঢাবি শাখার সভাপতি আবিদ আল হাসান, সাংবাদিক সমিতির সভাপতি ফরহাদ উদ্দীন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। উৎপল বিশ্বাস কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের অনুসারী। হামলায় আহত হন- মোঃ জাহিদ হাসান (মাস্টার্স), ইখলাস চৌধুরী (মাস্টার্স), মোঃ আশিকুর রহমান (৩য় বর্ষ), মোঃ আলী আজম (২য় বর্ষ), মোঃ আবু সাঈদ (২য় বর্ষ)। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী। জানা গেছে, তারা বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে এখনও চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও হামলায় বাধা দেয়ায় মারধর ও লাঞ্ছনার শিকার হন আমাদের সময় ও ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের দুই সাংবাদিক।
×