ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাবি ইসলামী স্টাডিজ বিভাগ এ্যালামনাইয়ের পুনর্মিলনী

প্রকাশিত: ০৫:০৭, ৪ ফেব্রুয়ারি ২০১৭

ঢাবি ইসলামী স্টাডিজ বিভাগ এ্যালামনাইয়ের  পুনর্মিলনী

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে আমাদের অনেক ঋণ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উচিত বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজে অংশগ্রহণ করে দায়মুক্তি করা। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ইসলামিক স্টাডিজ বিভাগ এ্যালামনাই এ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এসব কথা বলেন। ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমেদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আখতারুজ্জামান, কলা অনুষদের ডীন অধ্যাপক ড. আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রমুখ। উপাচার্য বলেন, এ্যালামনাই এসোসিয়েশনের প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক আত্মিক বন্ধন যেমন সুদৃঢ় করে তেমনি বিভাগের বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝেও তৈরি করে নতুন সেতুবন্ধন। ঢাবির প্রতিষ্ঠাকালীন বিভাগ হিসেবে ইসলামিক স্টাডিজ বিভাগ সুদীর্ঘ নয় দশকে অনেক কৃতী ও গুণী শিক্ষার্থী তৈরি করেছে, যারা জাতীয় ও আন্তর্জাতিক পরিম-লে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছেন। এই বিভাগের শিক্ষার্থীরা অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
×