ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঢাবি দর্শন বিভাগ এ্যালামনাই এ্যাসোসিয়েশনের পুনর্মিলনী

প্রকাশিত: ০৫:০৭, ৪ ফেব্রুয়ারি ২০১৭

ঢাবি দর্শন বিভাগ এ্যালামনাই  এ্যাসোসিয়েশনের পুনর্মিলনী

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ শত কর্মব্যস্ততা ভুলে পুরনো দিনের স্মৃতিচারণে সারাদিন আনন্দে মেতে উঠলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক শিক্ষার্থীরা। সহপাঠীদের সঙ্গে গল্প, আড্ডা আর গানে ফিরে গেলেন ক্যাম্পাস জীবনের সেই সোনালি দিনগুলোতে। শুক্রবার দিনভর বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অুনষ্ঠিত হয় দর্শন বিভাগের এ্যালামনাই এ্যাসোসিয়েশনের পুনর্মিলনী। সকাল ১০ টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে ছাত্রজীবনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক, দর্শন বিভাগের অনারারি অধ্যাপক আমিনুল ইসলাম, ঢাবি এ্যালামনাই এ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মোল্লা মোঃ আবু কাওছার ও দর্শন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. প্রদীপ কুমার রায়। কাজী রিয়াজুল হক বলেন, দর্শন তার দর্শনীয় দৃষ্টিভঙ্গির মাধ্যমে কি ঘটে তা বলে দিতে পারে। তার ওপর ভিত্তি করে বিজ্ঞানীরা গবেষণা করে। দর্শনের ব্যাপ্তি অনেক। দর্শনের কোন মৃত্যু নেই। দর্শন বেঁচে থাকবে যুগ যুগ ধরে। তিনি আরও বলেন, দর্শনের সঙ্গে মানবপ্রেম ও মানবাধিকারের সম্পর্ক রয়েছে। সকাল থেকেই বিভাগের সাবেক শিক্ষার্থীরা উপস্থিত হতে থাকেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিক্ষক কেন্দ্রে। শীতের সকালে আর রৌদ্রময় হাসিতে সবাই হাসি-গান-আড্ডায় মেতে ওঠেন।
×