ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জিয়া পরিবারের ওপর অমানবিক আচরণের অভিযোগ রিজভীর

প্রকাশিত: ০৫:০৭, ৪ ফেব্রুয়ারি ২০১৭

জিয়া পরিবারের ওপর অমানবিক আচরণের অভিযোগ রিজভীর

স্টাফ রিপোর্টার ॥ আদালতের ঘাড়ে বন্দুক রেখে বিচারের নামে জিয়া পরিবারের ওপর অমানবিক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, নাজেহাল করতেই বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে প্রতি সাপ্তাহে একবার কিংবা দুইবার আদালতে উপস্থিত থাকতে বাধ্য করা হচ্ছে। এটা সরকারের প্রতিহিংসার বহিঃপ্রকাশ। শুক্রবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী বলেন, যারা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে নাজেহালের সঙ্গে সংশ্লিষ্ট, তাদের উপলব্ধি করা উচিত, এ সরকারই শেষ সরকার নয়। ৩ বারের প্রধানমন্ত্রী, বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ, জনমানুষের নেত্রী খালেদা জিয়ার সঙ্গে এই আচরণ অসদাচরণেরই শামিল বলে আমরা মনে করি। তাই একদিন এই অসদাচরণের জবাব দিতে হবে। চাঁদপুরের হাইমচরে শিক্ষার্থীদের মানবসেতুতে এক জনপ্রতিনিধির হাঁটা এবং জামালপুরের মেলান্দহে স্কুলের জমিদাতার ছাত্রদের কাঁধে চড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রিজভী বলেন, দেশে আজ কী হচ্ছে? কোমলমতি শিশুদের ঘাড়ের ওপর নির্বাচিত উপজেলা চেয়ারম্যানরা সেতু তৈরি করে তার ওপর দিয়ে হেঁটে যান। কী কুৎসিত, কী কুরুচিপূর্ণ হলে পরে এটা হতে পারে। বর্তমান সরকারের কারণেই সমাজের বিভিন্ন স্তরে কুপ্রভাব পড়ছে, ছাত্রদের কাঁধে চড়ার মতো ঘটনা ঘটছে। ভারতীয় হাই কমিশনারের সারদা পুলিশ একাডেমি পরিদর্শন নিয়ে প্রশ্ন উত্থাপন করে রিজভী বলেন, এটি কীসের আলামত? দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করছেন বর্তমান সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা একটি দেশের কূটনীতিকরা। দেশের বিভিন্ন প্রতিষ্ঠান বিদেশী কূটনীতিকের পরিদর্শন কি অজানা চুক্তির বহিঃপ্রকাশ? সরকারের সমালোচনা করে রিজভী বলেন, সামগ্রিকভাবে মনে হচ্ছে, আমাদের সব সরকারী প্রতিষ্ঠানকে পার্শ্ববর্তী দেশের এক্সটেনশনে পরিণত করার উদ্যোগ চলছে। কেবল তাই নয়, প্রতিবেশী দেশকে খুশি করার জন্য নানা উপহারে ভূষিত করা হচ্ছে। এর বিনিময়ে দেশ কী পাচ্ছে? তিনি বলেন, গত ৫ জানুয়ারি ভারত সরকার এক প্রজ্ঞাপন জারির পর পাট ও পাটপণ্য রফতানি আটকে গেছে। এরপর থেকে চরম বিপাকে পড়েছেন রফতানিকারকরা। ভারত পাট ও পাটজাত পণ্যের ওপর একতরফা ‘এ্যান্ট্রি ডাম্পিং’ শুল্ক আরোপ করায় দেশের পাট রফতানি বন্ধ হতে বসেছে আর রফতানিকারকরা বিপাকে পড়েছেন। এ বিষয়ে সরকারের কোন উচ্চবাচ্চ নেই, কোন পদক্ষেপ চোখে পড়ছে না। উল্টো সরকার হাজার হাজার কোটি টাকা ব্যয় করে সড়ক-মহাসড়ক নির্মাণ করে প্রতিবেশী দেশের পণ্য পরিবহনে সুবিধা করে দিচ্ছে। বিএনপির মুখপাত্র বলেন, আওয়ামী লীগ সরকার ভারতকে ট্রানজিটের নামে করিডর, মালামাল পরিবহনের নামে নৌ ও সমুদ্রবন্দর ব্যবহারের সুযোগ দিলেও বিনিময়ে বাংলাদেশ কিছুই পাচ্ছে না। এ ছাড়া বাংলাদেশকে ভারতের এক নম্বর মার্কেটে পরিণত করার জন্য যত আয়োজন সেটি এ সরকার সম্পন্ন করছে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কেন্দ্রীয় নেতা সানাউল্লাহ মিয়া, এমএ মালেক, আসাদুল করীম শাহিন, তাইফুল ইসলাম টিপু ও মনির হোসেন প্রমুখ। সার্চ কমিটি ব্যর্থ হলে রাষ্ট্রপতি হেয় হবেন- দুদু ॥ নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি ব্যর্থ হলে রাষ্ট্রপতি দেশবাসীর কাছে হেয় হবেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের আয়োজনে দুস্থদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দুদু বলেন, দেশের চলমান সঙ্কটের সমাধান বিএনপি আলাপ আলোচনার মাধ্যমেই সমাধান করতে চায়। এ ক্ষেত্রে যদি সরকার আমাদের দাবি কর্ণপাত না করে তাহলে রাজপথের আন্দোলনকে বেছে নেয়ার জন্যও বিএনপির নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। তিনি বলেন, রাষ্ট্রপতির উদ্যোগকে আমরা সমর্থন জানিয়েছি। আশা করি সার্চ কমিটি আগামী নির্বাচন নিরপেক্ষ করার লক্ষ্যে যোগ্য সৎ ও সাহসী ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, জিনাফের সভাপতি মিয়া মোঃ আনোয়ার, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
×