ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গোপন বৈঠক জামায়াত-শিবিরের ২৮ নারী কর্মী আটক

প্রকাশিত: ০৮:৫৪, ৩ ফেব্রুয়ারি ২০১৭

গোপন বৈঠক জামায়াত-শিবিরের ২৮ নারী কর্মী আটক

স্টাফ রিপোর্টার ॥ খোদ রাজধানীতেই গোপন বৈঠক করার সময় জামায়াত-শিবিরের ২৮ নারী গ্রেফতার হয়েছে। তারা জামায়াত-শিবিরের নারী শাখার বিভিন্ন পর্যায়ের কর্মী ও নেত্রী। তারা সেখানে গোপন দলীয় বৈঠক করছিল। তাদের কাছ থেকে ডায়েরিসহ বিপুল নথিপত্র উদ্ধার হয়েছে। নথিপত্রে জামায়াত-শিবিরের সাংগঠনিক কর্মকা-সহ নানা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন তাজমহল রোডের ১১/৭ নম্বর দোতলা বাড়ির দ্বিতীয় তলায় গোপন সংবাদের ভিত্তিতে ঝটিকা অভিযান চালায় পুলিশ। অভিযানে সেখান থেকে গ্রেফতার করা হয় ২৮ নারীকে। তাদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে। তবে ২০ থেকে ৩০ বছর বয়সী নারীর সংখ্যা বেশি। তাদের সবার কাছেই একটি করে ব্যক্তিগত ডায়েরি জব্দ হয়। এছাড়াও বাসায় তল্লাশি চালিয়ে বেশ কিছু নথিপত্র খুঁজে পাওয়া যায়। এক পুলিশ কর্মকর্তা জানান, অভিযানকালে আটককৃতরা ওই বাড়ির দ্বিতীয় তলায় গোপন বৈঠক করছিল। তাদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। তিনি বলেন, আটককৃতরা রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, বাড্ডা, উত্তরা, শাহজাহানপুরসহ বিভিন্ন থানা এলাকা থেকে সেখানে জড়ো হয়েছিলেন। তাদের কাছ থেকে ডায়েরি ছাড়াও নানা নথিপত্র উদ্ধার হয়েছে।
×