ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতু হলে দু’দেশের পণ্য পরিবহন আরও গতিশীল হবে ॥ শ্রিংলা

প্রকাশিত: ০৮:৫২, ৩ ফেব্রুয়ারি ২০১৭

পদ্মা সেতু  হলে দু’দেশের পণ্য পরিবহন আরও গতিশীল হবে ॥ শ্রিংলা

নিজস্ব সংবাদদাতা, সাভার, ২ ফেব্রুয়ারি ॥ ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা বলেছেন, বাংলাদেশে পদ্মা সেতু নির্মাণ সম্পন্ন হলে বাংলাদেশ ও ভারতের মাঝে পণ্য পরিবহন ব্যবস্থা আরও গতিশীল হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় বাংলাদেশ এবং ভারতের সর্ম্পক অনেক শক্ত অবস্থানে রয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে বালিথা এলাকায় বাংলাদেশে গাড়ি বাজারজাতকারী প্রতিষ্ঠান ‘ইফাদ অটোস লিমিটেড’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হাত ধরে যে সম্পর্কের সূচনা হয়েছিল, আজ সময়ের ব্যবধানে তা অনেক শক্ত। যে কারণে বাংলাদেশের অবকাঠামো, রেল, নৌ, আকাশ ও সড়ক যোগাযোগ উন্নয়নে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু ভারত। পরে ফিতা কেটে গাড়ি উৎপাদনের কার্যক্রম উদ্বোধন করেন ভারতের গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান অশোক লেল্যান্ডের সিইও এবং ইফাদ অটোসের ব্যবস্থাপনা পরিচালক মি. ভিনোদ কে. দোসারী। কারখানাটিতে ভারতের অশোক লেল্যান্ড ব্র্যান্ডের বিভিন্ন মডেলের গাড়ি তৈরি হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
×