ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মোবাইল নম্বর ক্লোনিং করে অর্থ হাতানোর অভিযোগে গ্রেফতার ৯

প্রকাশিত: ০৮:৩৪, ৩ ফেব্রুয়ারি ২০১৭

মোবাইল  নম্বর ক্লোনিং  করে অর্থ হাতানোর  অভিযোগে  গ্রেফতার ৯

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর খিলক্ষেতে বাসচাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। উত্তরায় মোবাইল নম্বর ক্লোনিং বা স্পুফিং করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। পুরনো ঢাকার বংশালে জুতার কারখানায় অগ্নিকাণ্ডে এক শ্রমিক দগ্ধ হয়েছে। শাহজালালে আমদানি নিষিদ্ধ ২৩০ কার্টন সিগারেটসহ এক যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ও মেডিক্যাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে রাজধানীর খিলক্ষেতে বাসের চাপায় দুদু মিয়া (৪৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহতের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার নয়াপাড়া গ্রামে। সে উত্তরায় থাকত। দিনমজুরের কাজ করত। মোবাইল নম্বর ক্লোনিং বা স্পুফিং করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে ৯ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেফতারকৃতরা হলো, মূল হোতা মোঃ আশরাফুল ইসলাম ওরফে আপেল (২০), তার সহকারী মোঃ রাকিবুল ইসলাম (২৩), মাহমুদল হাসান ওরফে হাসান ওরফে হৃদয় চৌধুরী ওরফে রবিন (১৯), মোঃ মহিদুল ইসলাম ওরফে মিলন (২০), মোঃ আবু কাউছা ওরফে সাবু (১৯), মোঃ নাজমুল হাসান (১৯), মোঃ আমানউল্লাহ আমান (২৮), মোঃ সাগর হোসাইন ওরফে সাগর (২৬) ও মোঃ বিল্লাল হোসেন ওরফে বিল্লাল (২১)। দগ্ধ শ্রমিক ॥ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে পুরনো ঢাকার বংশালের আগামসি লেনে জুতার কারখানায় অগ্নিকাণ্ডে মোঃ রাসেল (৩০) নামে এক যুবক দগ্ধ হয়েছেন। পরে তাকে দগ্ধ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়। অবৈধ সিগারেটসহ যাত্রী আটক ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমবনবন্দরে আমদানি নিষিদ্ধ ২৩০ কার্টন সিগারেটসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। আটককৃত যাত্রীর নাম মোহাম্মদ রাশেদ। তার পাসপোর্ট নং-বিএল০৭৭১৯৩১।
×