ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সার্চ কমিটি মেনে নিয়েছে বিএনপি ॥ তোফায়েল

প্রকাশিত: ০৮:৩০, ৩ ফেব্রুয়ারি ২০১৭

সার্চ কমিটি মেনে নিয়েছে বিএনপি ॥ তোফায়েল

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের নাম প্রস্তাব করে বিএনপি সার্চ কমিটি মেনে নিয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি গঠন করেছেন। যদিও বিএনপি প্রথমে সার্চ কমিটি নিয়ে নানা রকম মন্তব্য করেছে। কিন্তু সার্চ কমিটির কাছে নাম প্রস্তাব আকারে পেশ করায় প্রমাণ হয়েছে দলটি এই কমিটি মেনে নিয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) নেতারা সাক্ষাত করতে এলে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। রাজনৈতিক স্থিতিশীলতাসহ ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগসহ অর্থনৈতিক বিভিন্ন বিষয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন ব্যবসায়ী নেতারা। এ সময় ঢাকা উত্তর সিটির মেয়র আনিসুল হক, এমসিসিআইয়ের সভাপতি ব্যারিস্টার নিহাদ কবির, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, বাফুপে নেতা তাবিদ আউয়ালসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
×