ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংসদে স্বাস্থ্যমন্ত্রী

জিকা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়নি

প্রকাশিত: ০৮:২৬, ৩ ফেব্রুয়ারি ২০১৭

 জিকা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়নি

সংসদ রিপোর্টার ॥ বর্তমানে এশিয়ার সবকটি দেশই জিকা ভাইরাসের ঝুঁকিতে রয়েছে। কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত জিকা ভাইরাসে আক্রান্ত কোন রোগীর সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। বৃহস্পতিবার দশম জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বেগম লুৎফা তাহেরের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, জিকা একটি ভাইরাসজনিত রোগ। এটি এডিস মশার কামড়ে ছড়ায়। বিশ্বে এ পর্যন্ত মোট ৮৮টি দেশে জিকা ভাইরাস আছে বলে প্রমাণিত হয়েছে। এর মধ্যে সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, ব্রাজিল, বার্বাডোজ, বলিভিয়া, কলম্বিয়া, ডোমিনিকা রিপাবলিক, ইকুয়েডর, এলসালভাদর, গুয়েতেমালা, হাইতি, হন্ডুরাস, মেক্সিকো, পানামা, প্যারাগুয়ে, সুরিনাম, সামওয়া, ভেনিজুয়েলা, ইউএস ভার্জিন ও থাইল্যান্ডে জিকা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা বেশি বলে উল্লেখ করেন তিনি। মন্ত্রী জানান, বর্তমানে এশিয়ার সবকটি দেশই জিকা ভাইরাসের ঝুঁকিতে রয়েছে। বর্তমানে বাংলাদেশে জিকা ভাইরাসে আক্রান্ত কোন রোগীর সন্ধান পাওয়া না গেলেও রোগটি নিয়ন্ত্রণে সরকার নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছে। তিনি জানান, দেশে কোন অবস্থাতেই যাতে জিকা ভাইরাস আক্রান্ত ব্যক্তি প্রবেশ করতে না পারে সে লক্ষ্যে স্থল, নৌ ও বিমানবন্দরে জিকা ভাইরাস শনাক্তকরণের জন্য সার্ভিলেন্স জোরদারকরণের অনেক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সারাবছরই হজযাত্রী নিবন্ধন ॥ হজ ব্যবস্থাপনা কার্যক্রম আরও সহজ ও গতিশীল করতে পুরো বছর ধরে হজযাত্রী নিবন্ধন করার পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে জাতীয় হজ ও ওমরাহ নীতি-২০১৭ বিল আনা হচ্ছে। এটি পাস হলে বছরব্যাপী হজযাত্রীদের প্রাক-নিবন্ধন কার্যক্রম অব্যাহত থাকবে। বৃহস্পতিবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকারী দলের সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের প্রশ্নের জবাবে ধর্মবিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এ তথ্য জানান। এ লক্ষ্যে হজ নীতিমালায় প্রয়োজনীয় সংশোধনী আনা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ধর্মবিষয়ক মন্ত্রণালয় বছরব্যাপী হজযাত্রীদের প্রাক-নিবন্ধন করার জন্য প্রয়োজনীয় কারিগরি সিস্টেমসহ অবকাঠামো বিনির্মাণ ও পরিচালনা করবে। বাংলাদেশের নাগরিক যারা হজে যেতে আগ্রহী, তাদের প্রাক-নিবন্ধন করতে হবে। প্রাক-নিবন্ধনের জন্য হজে গমনেচ্ছু ব্যক্তির জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। এছাড়া হজে গমনেচ্ছুদের এমআরপি পাসপোর্ট থাকতে হবে।
×