ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অবকাঠামো উন্নয়নে বছরে ২০ বিলিয়ন ডলার প্রয়োজন ॥ ডিসিসিআই

প্রকাশিত: ০৮:১৯, ৩ ফেব্রুয়ারি ২০১৭

অবকাঠামো উন্নয়নে বছরে ২০ বিলিয়ন ডলার প্রয়োজন ॥ ডিসিসিআই

অর্থনৈতিক রিপোর্টার ॥ অবকাঠামো উন্নয়নে প্রতি বছর দেশে ২০ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রয়োজন বলে মনে করে বাণিজ্য সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। সংস্থার মতে, এই অর্থ জোগাড় করতে মালয়েশিয়ার মতো অবকাঠামো খাতে বন্ড ছাড়তে হবে। এছাড়া ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্যমাত্রা অর্জনে আবার দেশের শীর্ষ রফতানি পণ্য পোশাক শিল্পের রফতানি ৫০ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়া প্রয়োজন। বৃহস্পতিবার ডিসিসিআই সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে সংগঠনটির নবনির্বাচিত প্রেসিডেন্ট আবুল কাসেম খান লিখিত বক্তব্যে এসব কথা বলেন। দেশের চলমান অর্থনৈতিক পরিস্থিতি এবং করণীয় নির্ধারণে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির উর্ধতন সহ-সভাপতি কামরুল ইসলাম এফসিএ, সহসভাপতি হোসেন সিকদার, পরিচালক আসিফ এ চৌধুরী, মোঃ আলাউদ্দিন মালিক, ইমরান আহমেদ প্রমুখ। লিখিত বক্তব্যে আরও বলা হয়-বিশ্বব্যাংকের ডুয়িং বিজনেস ইনডেক্সে ১৮৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৭৬তম। ইতোমধ্যে আগামী ৫ বছরে ডুয়িং বিজনেস ইনডেক্স বাংলাদেশের অবস্থান ১০০ এর মধ্যে নিয়ে আসার লক্ষ্যে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) উদ্যোগ গ্রহণ করেছে। বিনিয়োগ প্রবৃদ্ধি জিডিপির ২৯ থেকে ৩৫, অবকাঠামো খাতে বিনিয়োগ জিডিপির ২ দশমিক ৮৭ থেকে ৭ অর্থাৎ ২০৩০ সালের মধ্যে অবকাঠামো খাতে ৩২০ বিলিয়ন ডলার বিনিয়োগ।
×