ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যৌতুকের জন্য পেট্রোল ঢেলে ঝলসে দেয়া হলো গৃহবধূর শরীর

প্রকাশিত: ০৬:০১, ৩ ফেব্রুয়ারি ২০১৭

যৌতুকের জন্য পেট্রোল ঢেলে ঝলসে দেয়া হলো গৃহবধূর শরীর

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ২ ফেব্রুয়ারি ॥ কুষ্টিয়ায় যৌতুকের জন্য শ্বশুর বাড়িতে লাইলি খাতুন (২১) নামের এক গৃহবধূর শরীর আগুনে ঝলসে দেয়া হয়েছে। ওই গৃহবধূ এখন কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। খবর পেয়ে কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার সাহেলা আক্তার অগ্নিদগ্ধ লাইলিকে দেখতে যান এবং তার বাবাকে থানায় অভিযোগ দিতে বলেন। এরপর লাইলি খাতুনের বাবা রবিউল ইসলাম বাদী হয়ে মেয়ের স্বামী অমিত হোসেন (২৭), শ্বশুর সোবাহান শেখ (৬৫), শাশুড়ি নূরজাহান খাতুন (৫২) ও ভাসুর সজলের (২৯) বিরুদ্ধে বুধবার সন্ধ্যায় কুমারখালী থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করেছে। চিকিৎসাধীন অগ্নিদগ্ধ লাইলি জানায়, গত ২১ জানুয়ারি রাতে স্বামী অমিত হোসেন কয়েক দফায় তার ওপর শারীরিক নির্যাতন চালিয়ে বাইরে চলে যায়। গভীর রাতে সে ঘরে ফিরে লাইলির শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে অগ্নিদগ্ধ ও বীভৎস অবস্থায় লাইলিকে উদ্ধার করে প্রথমে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। এর দুইদিন পর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। কিন্তু সেখানে অর্থা ভাবে ঠিকমতো চিকিৎসা করাতে না পেরে অসহায় লাইলির বাবা রবিউল ইসলাম অগ্নিদগ্ধ মেয়েকে নিয়ে কুমারখালীতে ফিরে আসেন। এ খবর পেয়ে কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার সাহেলা আক্তার অগ্নিদগ্ধ লাইলি খাতুনকে দেখতে যান এবং তার বাবাকে থানায় অভিযোগ দিতে বলেন। লাইলির বাবা রবিউল ইসলাম বলেন, বিয়ের সময় একটি গহনা (দুল) আর কিছু নগদ টাকা দেয়ার কথা ছিল। কিন্তু বিয়ের তিন বছর অতিবাহিত হলেও গহনা দেয়া হয়ে ওঠেনি। এ কারণে শ্বশুর বাড়িতে মেয়ের ওপর চালানো হতো শরীরিক নির্যাতন। ওই টাকার জন্য জামাই-মেয়ে প্রায় দুই মাস যাবৎ আমার বাড়িতে এসে থাকে। গত এক সপ্তাহ আগে তাদের দশ হাজার টাকা দিলে তারা চলে যায়। এরপরও শ্বশুর বাড়িতে মেয়ের ওপর নির্যাতন চালানো হয়। এই নির্যাতনের শেষ পরিণতি হিসেবে আমার মেয়েকে ওরা আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল। কুমারখালী থানার এসআই অসিম জানান, এ ঘটনায় বুধবার সন্ধ্যায় থানায় একটি মামলা হয়েছে এবং রাতেই আসামিদের গ্রেফতারের জন্য তাদের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে।
×