ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শাহজাদপুরে মেয়রের গুলিতে সাংবাদিক আহত

প্রকাশিত: ০৬:০১, ৩ ফেব্রুয়ারি ২০১৭

শাহজাদপুরে মেয়রের গুলিতে সাংবাদিক আহত

নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর (সিরাজগঞ্জ), ২ ফেব্রুয়ারি ॥ শাহজাদপুরে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আঃ হাকিম শিমুল মেয়রের ছোড়া গুলিতে আহত হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টায় শাহজাদপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি বিজয় মাহমুদকে রাস্তা থেকে জোর করে মেয়রের বাড়িতে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে বিজয়কে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ১২টার সময় বিজয়ের এলাকার লোকজন একত্রিত হয়ে বাজারে একটি বিক্ষোভ মিছিল করে এবং বিকেল ৩টায় বিজয়ের নিজ গ্রাম কান্দাপাড়ার জনসাধারণ মেয়রের বাড়ির দিকে অগ্রসর হলে মেয়র হালিমুল হক মিরু ও তার ভাই মিন্টু এবং পিন্টুর নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী এলোপাতাড়ি গুলি ও ককটেল নিক্ষেপ করতে থাকে। এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে সমকালের সাংবাদিক আঃ হাকিম শিমুল গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হলে তাকে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার জন্য নিয়ে গেলে অবস্থার অবনতি দেখে তাকে সেখান থেকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান হয়। এ খবর ছড়িয়ে পড়লে শাহজাদপুর প্রেসক্লাব ও সাংবাদিক ফোরামের সদস্যবৃন্দ এবং শাহজাদপুরের সকল সাংবাদিক একত্রিত হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বাজার প্রদক্ষিণ শেষে থানার সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মেয়রের গ্রেফতারের দাবি জানান হয়। দাবি না মানলে বৃহত্তর কর্মসূচী ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি প্রদান করা হয়। এ ব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল হক জানান, মেয়রের বাড়ি থেকে অবৈধ শটগানসহ মেয়রের ভাই মিন্টুকে গ্রেফতার করা হয়েছে।
×