ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিমানবাহিনীর বেকারিতে কাজ শুরু ভ্যানচালক ইমাম শেখের

প্রকাশিত: ০৬:০১, ৩ ফেব্রুয়ারি ২০১৭

বিমানবাহিনীর বেকারিতে কাজ শুরু ভ্যানচালক ইমাম শেখের

বাংলানিউজ ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ভ্যানে টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকা ঘোরানো চালক ইমাম শেখ বাংলাদেশ বিমানবাহিনীর বেকারিতে অস্থায়ী ভিত্তিতে চাকরি পেয়েছেন। তিনি বুধবার সকালে বিমানবাহিনীর যশোর ঘাঁটির ফ্যালকন বেকারিতে ‘সরবরাহকারী’ হিসেবে যোগ দিয়েছেন। তার মাসিক বেতন হবে ৭ হাজার ৯৮৪ টাকা। ইমাম শেখ চাকরি পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলে, “সেদিন রাতে প্রথম বাংলানিউজ চব্বিশ ডটকম আমাকে কল দেয়, আমি যে চাকরির কথা বলতে পারিনি প্রধানমন্ত্রীকে, সেটা নিয়ে নিউজ করে। বিষয়টি আপার (প্রধানমন্ত্রী) নজরে আসে। আপা আমার বিষয়টা বিবেচনা করে আমাকে চাকরির ব্যবস্থা করে দিয়েছেন, সেজন্য তার প্রতি আমি কৃতজ্ঞ, তাকে ধন্যবাদ।” ইমাম বলে, ‘বাংলানিউজের পর অসংখ্য সাংবাদিক আমাকে ফোন দিয়েছেন। খবর প্রকাশ করেছেন, সহযোগিতা করেছেন। এজন্য সবাইকে ধন্যবাদ।’ ভ্যানে প্রধানমন্ত্রীকে বহনের দিন স্মরণ করে ইমাম শেখ বলেন, “সেদিন প্রধানমন্ত্রী আমাকে বলেছিলেন তুমি ইঞ্জিনচালিত ভ্যান চালাও। তুমি তো আমার বিদ্যুত নষ্ট করছ। তখন আমি বলেছিলাম, ‘আমি কী করবো, আমার তো উপায় নেই। আমি যেন বিদ্যুত নষ্ট না করি, সেজন্য প্যাডেলচালিত ভ্যান চালাতে এ কাজ দিয়েছেন আপা (প্রধানমন্ত্রী)। ২৭ জানুয়ারি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি এলাকার ১ নম্বর গেট থেকে পরিবারের সদস্যসহ প্রধানমন্ত্রীকে ভ্যানে করে তার বাসভবনে নিয়ে যান ইমাম শেখ। সে ছবিটি সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রাতারাতি খ্যাতি ছড়িয়ে পড়ে ইমামের। প্রধানমন্ত্রীর নির্দেশে পরদিন যশোরের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটি কর্তৃপক্ষ ইমাম শেখকে চাকরি দেয়ার সিদ্ধান্ত নেয়। এর পরদিন ২৯ জানুয়ারি বিমান ঘাঁটির প্রতিনিধিরা ইমামের বাড়িতে যান এবং এ বিষয়ে আলাপ করেন। সেদিনই ইমাম শেখ ও তার ভ্যানটি নিয়ে প্রতিনিধি দলটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটির উদ্দেশে রওনা হয়। বিমান ঘাঁটিতে আনুষ্ঠানিকতা শেষে ৩০ জানুয়ারি সকালে বাড়িতে ফিরে আসেন ইমাম। এরপর ১ ফেব্রুয়ারি তার চাকরিতে যোগদানের আনুষ্ঠানিকতা শেষে ২ ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করে দিয়েছেন ইমাম।
×