ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অন্যত্র একই পরিবারের তিনজনসহ হত ১৩

এসএসসি পরীক্ষার্থী ও যুবলীগ নেতা সড়ক দুর্ঘটনায় নিহত

প্রকাশিত: ০৫:৫৮, ৩ ফেব্রুয়ারি ২০১৭

এসএসসি পরীক্ষার্থী ও যুবলীগ নেতা সড়ক দুর্ঘটনায় নিহত

জনকণ্ঠ ডেস্ক ॥ সারাদেশে সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হয়েছে। বুধ ও বৃহস্পতিবার এ দুর্ঘটনাগুলো ঘটে। নিহতদের মধ্যে একজন এসএসসি পরীক্ষার্থী ও একজন যুবলীগ নেতা রয়েছেন। ঢাকার আশুলিয়ায় চারজন নিহতসহ আহত হয়েছে ৫০ জন, চট্টগ্রামের সীতাকু-ে একই পরিবারের তিনজন নিহত হয়েছে। এ খবর শুনে স্ট্রোক করে একজন মারা গেছেন। শেরপুরে সড়ক দুর্ঘটনায় এক এসএসসি পরীক্ষার্থী, জামালপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবলীগ নেতা, গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় একজন রিক্সাভ্যানচালক, মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নৈশপ্রহরী, কুমিল্লায় দুজন ও পঞ্চগড়ে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। ফরিদপুরে বাসচাপায় মারা গেছে এক বাকপ্রতিবন্ধী। এছাড়া লক্ষ্মীপুরে বাস ও ট্রাক্টরের মধ্যে সংঘর্ষে নারী-পুরুষ ও শিশুসহ আহত হয়েছে ২৫ জন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। জানা গেছে, ঢাকার বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার ‘মরাগাং’ এলাকায় বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে ঈগল ও আনন্দ সুপার পরিবহন নামক দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও অর্ধশত আহত হয়েছে। আহতদের উদ্ধার করে নিকটস্থ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। নিহতরা হলেন- ঈগল পরিবহনের চালক স্বদেশ (৪০), এর যাত্রী খুলনা জেলার দাকোপ গ্রামের আক্কাস আলীর ছেলে আব্বাস (২৮), আনন্দ সুপার পরিবহনের চালক মজিবুর রহমান (৩২) ও এর যাত্রী প্যাসকো গার্মেন্টসের নারী শ্রমিক কুমিল্লার আব্দুল মালেকের স্ত্রী মরিয়ম আক্তার (২৩)। আহত হয় দুই বাসের অর্ধশত যাত্রী। হাসপাতালে নেয়ার পথে মারা যায় মজিবুর। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নিকটস্থ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। চট্টগ্রাম ॥ চট্টগ্রামের সীতাকু-ে সড়ক দুর্ঘটনায় একই বাড়ির তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বানুবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতরা হলেনÑ উপজেলার দক্ষিণ সলিমপুর ফকিরহাট ফকিরপাড়া এলাকার মৃত মোঃ মুসলিমের ছেলে মোঃ নয়ন(২২), এজাহার মিয়ার ছেলে মোঃ রাকিব (২১) ও সৈয়দুর রহমানের ছেলে মোঃ জাবেদ (২১)। এ ঘটনা শুনে একই বাড়ির মেসার্স রফিক ইঞ্জিনিয়ার্সের মালিক রফিক ফোরম্যান (৬০) রাত সাড়ে ১১টার সময় স্ট্রোক করে মারা যান। নিহত সকলে একই এলাকার ও একই বাড়িয় বলে জানা যায়। এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই বাড়ির তিনজনের মৃত্যুর খবর শুনে রফিক স্ট্রোক করে মারা যান। দুর্ঘটনার জন্য দায়ী গাড়িগুলো আটক করা হয়েছে বলে সীতাকু-ের বারোআউলিয়া হাইওয়ে থানার ওসি জানিয়েছেন। শেরপুর ॥ শেরপুরের শ্রীবরদীতে সড়ক দুর্ঘটনায় বাবু (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। বুধবার রাতে উপজেলার উত্তর শ্রীবরদী রোডে ওই দুর্ঘটনা ঘটে। সে উপজেলার দক্ষিণ পোড়াগড় গ্রামের আব্দুর রহিমের ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। জানা যায়, বুধবার রাত ৮টার দিকে বাবু মোটরসাইকেলযোগে বকশীগঞ্জ থেকে তার নিজ বাড়িতে ফেরার পথে উত্তর শ্রীবরদী রোডে বিপরীত দিক থেকে যাওয়া একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জামালপুর ॥ জামালপুরের মেলান্দহ উপজেলায় বৃহস্পতিবার দুপুরে জামালপুর-মেলান্দহ সড়কের বোরুঙ্গা এলাকায় সড়ক দুর্ঘটনায় বিধান দে রানা (৩৬) নামের এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। নিহতের বাড়ি জামালপুর পৌর শহরের বোসপাড়া এলাকায়। তার বাবার নাম মলিন দে। তিনি শহর যুবলীগের সহ-সাধারণ সম্পাদক ছিলেন। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেনÑ বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মোহাম্মদ বাকী বিল্লাহ্, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা ও সাধারণ সম্পাদক ফারহান আহমেদ। গাইবান্ধা ॥ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের কাটাবাড়ি এলাকায় বুধবার রাতে গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কে ট্রাকের চাপায় আব্দুল হালিম (৪০) নামে এক রিক্সাভ্যানচালক নিহত হয়েছে। নিহত আব্দুল হালিম ওই ইউনিয়নের মালেকাবাদ গ্রামের আব্দুল গফুরের ছেলে। ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যায়। মানিকগঞ্জ ॥ ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় শাহাদাত হোসেন (৬০) নামে এক নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে বাসস্ট্যান্ড এলাকার মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাদাত হোসেনের বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায়। গত দেড় বছর ধরে তিনি ওই মার্কেটের নৈশপ্রহরী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। কুমিল্লা ॥ বুধবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চান্দিনা পৌর এলাকার পালকি সিনেমা হলের কাছে একটি যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক ও সুপারভাইজার নিহত হন। এ সময় আহত হয়েছে অন্তত ২২ যাত্রী। নিহতরা হলেনÑ চাঁদপুর জেলার হাইমচর উপজেলার দক্ষিণ আলগী গ্রামের মৃত হাকিম উদ্দিন ভূঁইয়ার ছেলে বাসচালক বিল্লাল হোসেন (৫০) এবং একই গ্রামের সামছুল আলমের ছেলে বাসের সুপারভাইজার রিয়াদ হোসেন ভূঁইয়া (২৫)। পঞ্চগড় ॥ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীগঞ্জ উপজেলা সদরের সবুজপাড়া এলাকায় বৃহস্পতিবার দুপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় মোজাহিদুল ইসলাম সাব্বির (২৫) নামে এক বেসরকারী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। মোজাহিদুল ইসলাম সাব্বির জেলার বোদা উপজেলার পাঁচপীর এলাকার কৃষি কর্মকর্তা নজরুল ইসলামের ছেলে এবং ঢাকার স্টেট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। স্থানীয়রা জানায়, সাব্বির দুপুরে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে দেবীগঞ্জ উপজেলা সদরের সবুজপাড়া এলাকায় পৌঁছলে তার সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন সাব্বির। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরে যাত্রীবাহী মিনিবাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল প্রায় ৪টার দিকে লক্ষ্মীপুর-মজু চৌধুরীরহাট সড়কের শাকচর সরকারী প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে। সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ১৮ জনকে। তাদের মধ্যে চালকসহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অন্যদের প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ফরিদপুর ॥ ফরিদপুরের ভাঙ্গায় মাইক্রোবাসচাপায় ইয়াহিয়া বিশ্বাস (৪৫) নামে এক বাকপ্রতিবন্ধী পথচারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম বাসস্ট্যান্ডসংলগ্ন পল্লী বিদ্যুতের পাওয়ার স্টেশনের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
×