ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বেসরকারী ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা

কোরবানি ছাড়া ন্যূনতম খরচ ৩ লাখ ১৯ হাজার ৩৫০ টাকা

প্রকাশিত: ০৫:৫৭, ৩ ফেব্রুয়ারি ২০১৭

কোরবানি ছাড়া ন্যূনতম খরচ ৩ লাখ ১৯ হাজার ৩৫০ টাকা

স্টাফ রিপোর্টার ॥ এ বছর কোরবানি ছাড়া বেসরকারী ব্যবস্থাপনায় জনপ্রতি হজের ন্যূনতম খরচ ৩ লাখ ১৯ হাজার ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে বেসরকারী হজযাত্রীদের প্রাক নিবন্ধন শুরু হবে। এ বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী বাংলাদেশ থেকে সৌদি আরব যাবেন। বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে ন্যূনতম হজ প্যাকেজ ঘোষণা করে এসব তথ্য প্রকাশ করে হজ এজেন্সিজ এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এ সময় উপস্থিত ছিলেন হাব সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহার, মহাসচিব শেখ আবদুল্লাহ, সহ-সভাপতি ফরিদ আহমেদ মজুমদার ও অর্থ সম্পাদক ফজলুল ওয়াহাব মামুন। হাবের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহার বলেন, হজের সর্বনিম্ন মূল্য জনপ্রতি তিন লাখ ১৯ হাজার ৩৫০ টাকা ধরা হয়েছে। এছাড়া প্রত্যেককে কোরবানির খরচ বাবদ ৫০০ সৌদি রিয়েলের সমপরিমাণ ১০ হাজার ৭৫০ টাকা নিজ দায়িত্বে নিয়ে যেতে হবে। বেসরকারী ব্যবস্থাপনায় এবার সর্বনিম্ন ১ লাখ ৫৬ হাজার ৫৩৭ টাকা মৌলিক খরচ নির্ধারণ করে দিয়েছে সরকার। এর সঙ্গে সৌদি আরবে বাড়িভাড়া, খাওয়া-দাওয়া, কোরবানিসহ অন্যান্য খরচ যোগ করে ন্যূনতম এই ব্যয় ধরা হয়েছে। বেসরকারী ব্যবস্থাপনায় এবার হজে যাওয়ার মৌলিক খরচ বেড়েছে এক হাজার ৯৬ টাকা। গত বছর এই খরচ ছিল ১ লাখ ৫৫ হাজার ৪৪১ টাকা। এ সম্পর্কে হাব সভাপতি ইব্রাহিম বাহার সাংবাদিকদের বলেন, ডলার ও রিয়ালের বিনিময় মূল্য, মোয়াল্লেম ফি, বাড়ি ভাড়া, ও পরিবহন ফি বৃদ্ধি পাওয়ার কারণে এবার প্যাকেজের খরচ কিছুটা বেড়েছে। যেমন- মোয়াল্লেম ফি গত বছর ছিল এক হাজার রিয়াল এবার সেটা হয়েছে ১৩ ’শ রিয়াল। একইভাবে ট্রান্সপোর্ট ফি বেড়েছে হাজীপ্রতি ১৫০ রিয়াল। প্রথম শ্রেণীর প্যাকেজ ঘোষণা না করার বিষয়ে ইব্রাহিম বাহার বলেন, বেসরকারী প্যাকেজের অনেক তারতম্য ঘটে। বিত্তবানরা চান কম সময়ে সর্বোচ্চ সেবা। তারা নির্দিষ্ট করে ফাইভ স্টার হোটেল, থার্ড ক্যারিয়ারের বিজনেস ক্লাস ও মক্কা মদিনায় বিলাসবহুল গাড়িতে ভ্রমণ। এ কারণে যিনি যতো বেশি সুবিধাভোগী হবেন, তার প্যাকেজও ততো বেশি দামি হবে। সেটা একেক এজেন্সি নিজ নিজ বিজনেস পলিসি অনুযায়ী ঠিক করে। কেউ হয়তো চার লাখ টাকায় করে, কেউ হয়তো আরও বেশি করে। উল্লেখ্য, চলতি বছর ১ লাখ ২৭ হাজার ১০৮ হজযাত্রী বাংলাদেশ থেকে সৌদি আরব যাবেন। বুধবার রাতে সৌদি আরবে বাংলাদেশের ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল চলতি বছরের হজচুক্তি সম্পাদন করেন। হজচুক্তির পরই শুরু হবে মোয়াল্লেম ফিসহ টাকা জমা দেয়া। চাঁদ দেখা সাপেক্ষে এবার হজ আগামী ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে পারে।
×