ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী টিলারসনকে মাহমুদ আলীর আমন্ত্রণ

প্রকাশিত: ০৫:৫৩, ৩ ফেব্রুয়ারি ২০১৭

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী টিলারসনকে মাহমুদ আলীর আমন্ত্রণ

কূটনৈতিক রিপোর্টার ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে অভিনন্দন জানিয়ে তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। টিলারসনের নেতৃত্বে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং তা এক নতুন উচ্চতায় পৌঁছাবে বলেও আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী। ওয়াশিংটনের একটি কূটনৈতিক সূত্র এ তথ্য জানায়। বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে অভিনন্দন জানিয়ে লেখা এক অভিনন্দন বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, পারস্পরিক শ্রদ্ধা এবং গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, আইনের শাসন ও মানবাধিকারের ভিত্তিতে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে। আপনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আমি আন্তরিক অভিনন্দন জানাই। সেইসঙ্গে আপনার সুবিধাজনক সময় সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানাচ্ছি। রেক্স টিলারসনকে পাঠানো বার্তায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানান, বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র কয়েক দশক ধরে দ্বিপাক্ষিক এবং বৈশ্বিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে একসঙ্গে কাজ করে আসছে। দ্বিপাক্ষীয় সম্পর্ক উন্নয়ন বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, টিলারসনের নেতৃত্বে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং তা এক নতুন উচ্চতায় পৌঁছাবে। উল্লেখ্য, সোমবার সিনেটে অনুমোদনের মধ্য দিয়ে টিলারসনের নিয়োগ চূড়ান্ত হয়। টিলারসনের পক্ষে ভোট দিয়েছেন ৫৬ জন সিনেটর। তার নিয়োগের বিপক্ষে অবস্থান নিয়েছেন ৪৩ জন সিনেটর। বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিসে টিলারসনকে শপথবাক্য পাঠ করান ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। এ সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও উপস্থিত ছিলেন। শপথ নেয়ার পরে টিলারসন বলেন, এই কক্ষে এমন কয়েকজন মানুষ রয়েছেন যাদের সমর্থনে আমি এই অবস্থানে পৌঁছাতে পেরেছি। গত কয়েক সপ্তাহে তাদের অক্লান্ত পরিশ্রম ও মূল্যবান সময়ের জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ।
×