ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মিস ইউনিভার্স এরিস মিতেনা

প্রকাশিত: ০৫:৪৫, ৩ ফেব্রুয়ারি ২০১৭

মিস ইউনিভার্স এরিস মিতেনা

ফিলিপিন্সে অনুষ্ঠিত হয়ে গেল মিস ইউনিভার্স প্রতিযোগিতা। এ বছর মিস ইউনিভার্সের খেতাব জিতেছেন এরিস মিতেন। হাইতির র‌্যাকেল পেলিসিয়ের ও কলম্বিয়ার আন্দ্রেয়া তোভারসহ ৮৫ জন সুন্দরীকে হারিয়ে বিশ্ব সুন্দরীর খেতাব জিতেন ফ্রান্সের মিস এরিস মিতেনা। তিনি বর্তমানে ডেন্টাল সার্জারি বিষয়ে পড়াশুনা করছেন। অনুষ্ঠানের মূল পর্বের প্রশ্ন-উত্তর পর্বে মিতেনা শরণার্থীদের জন্য ফ্রান্সের সীমানা উন্মুক্ত করে দেয়ার জন্য প্রশংসা করেন। এ প্রসঙ্গে বিচারকদের তিনি বলেন, ‘আমরা চাই, ফ্রান্সকে যতদূর সম্ভব বিশ্বায়ন করতে। আমরা যত পারি মানুষের মধ্যে আদান-প্রদান করতে চাই। দেশের সীমানা মুক্ত। আর এই মুক্ত সীমান্ত বিশ্বের বিভিন্ন জায়গায় যেতে অনুমতি দিচ্ছে আমাদের। বিশ্বের কোথায় কী হচ্ছে, জানতে পারছি আমরা।’ গত বছর মিস ইউনিভার্সের খেতাব জিতেছিলেন ফিলিপিন্সের পিয়া এ্যালোনজো উরতব্যাক। তবে মিস ইউনিভার্স ক্রাউন প্রথমে পিয়ার মাথায় ওঠেনি। প্রথমে ঘোষণা করা হয়েছিল, মিস কলম্বিয়া আরিয়াদনার নাম। কিন্তু তার পরেই স্টিভ হার্ভে মঞ্চে এসে ক্ষমা চান। তারপরই মিস ইউনিভার্স ঘোষিত হন পিয়া। সে সময় মিস ইউনিভার্সের মতো এমন একটি প্রতিযোগিতায় ওই ভুলের সমালোচনা করেন অনেকে। দেখা দেয় বিতর্কও। ফ্যাশন ডেস্ক
×