ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

স্টাইলিশ জুতা

প্রকাশিত: ০৫:৪৩, ৩ ফেব্রুয়ারি ২০১৭

স্টাইলিশ জুতা

গুরুত্বপূর্ণ ফ্যাশন অনুষঙ্গ জুতা। জুতা দেখেও একজনের ব্যক্তিত্ব সম্বন্ধে আঁচ করা যেতে পারে। একটা দামী ভাল পোশাকের সাথে যেকোনো জুতা পরে নিলেই হলো। জুতার দিকে আর কে তাকাবে। জুতো নিয়ে টেনশন নেই এই যদি হয় আপনার ধারণা, তবে এখনি এ ধারণাটাকে আপনার মাথা থেকে ঝেড়ে ফেলে দিন। কারণ জুতাতেও আপনার ব্যক্তিত্ব ও রূপসচেতনতার প্রকাশ ঘটে। মনে হতে পারে, অনুষ্ঠান বুঝে জুতা পরতে গেলে তো হাজার রকম জুতা কিনে ঘর বোঝাই করে রাখতে হবে। আর এত জুতা কেনার সামর্থ্যই বা কয় জনার আছে? এত ঘাবড়ানোর কিছু নেই, চার-পাঁচ জোড়া জুতা থাকলেই আপনার জন্য যথেষ্ট। জুতা কিন্তু অনেক রকম হয়। তাই যে জুতা পরে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন সেটাই আপনাকে কিনতে হবে। জুতা পায়ে ঢুকাবার আগেই চিন্তা করে নিন আপনি যাচ্ছেন কোথায়। আর উপলক্ষটা কী? সে জায়গার আবহাওয়া বুঝেই জুতা পরতে হবে। বন্ধুদের সাথে বেড়াতে যাওয়া কিংবা কলেজে যাওয়ার সময় আপনার পোশাক তো ক্যাজুয়ালই থাকে, তা হলে সেই সময় আপনার জুতাও হবে ক্যাজুয়াল, মানে স্নিকারস। ছেলেরা লাল, নীল, হলুদ, সবুজ রঙের জুতা কেনা থেকে বিরত থাকার চেষ্টা করুন। কালো, সাদা, ক্রিম, ব্রাউন, মেরুন রং সব রকম পোশাকের সঙ্গেই মানায় ভাল। মেয়েদের ক্ষেত্রে, আপনি কেমন পোশাক পরেন তার উপর নির্ভর করবে কেমন জুতা পরবেন। যদি আপনি শাড়িতে স্বাচ্ছন্দ্য বোধ করে থাকেন তবে হাই হিল জুতা পরিহার করাই ভাল। এ ক্ষেত্রে আপনাকে চটিতে কিংবা হাল্কা হিলে বেশ মানাবে। আর যদি শার্ট-প্যান্ট পরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তবে বিভিন্ন ধরনের হিল ব্যবহার করতে পারেন। কালারের ক্ষেত্রে আর ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন। যেটা শার্ট-প্যান্ট কিংবা সালোয়ার-কামিজের সাথে পরবেন সেটা আবার শাড়িতে ব্যবহার করতে যাবেন না। এজন্য যেখানে আপনার বেশি জুতা কেনার অপশন কম সেখানে বাছাই করে জুতা কেনাটা বুদ্ধিমানের কাজ। ফ্যাশন ডেস্ক
×