ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আকিল জামান ইনু

নক্ষত্রের আলোয় স্বর্গীয় হিমালয়

প্রকাশিত: ০৫:৩৯, ৩ ফেব্রুয়ারি ২০১৭

নক্ষত্রের আলোয় স্বর্গীয় হিমালয়

গোকিওরির পর্বতচূড়া আপনাকে নিয়ে যাবে হিমালয়ের ১৭ হাজর ফিট উচ্চতায়। বিশাল জলাধার আর মেঝের মাঝে নতুন রূপে ধরা দেবে প্রতিবেশী মাউন্ট এভারেস্ট। গোকিও রি’র পাদদেশে এবং গোকিও নদীর (দুধ পোখরি) পূর্ব তীরে নেপালের হিমালয়ের সলুখুম্বু জেলায় রয়েছে ছোট একটি গ্রাম। এই গ্রামটি ৪৭৫০মি (১৫,৫৮০ফিট) উচ্চতায়। তবে এখানে স্থায়ীভাবে বছরের সব সময় লোকজন থাকে না। শুধুমাত্র ট্রেকিং-এর ঋতুতে অস্থায়ী কিছু ঘর মূলত ট্রেকারদের থাকা ও খাদ্য সরবরাহের জন্য ব্যবহৃত হয়। বহুল জনপ্রিয় এভারেস্ট বেস ক্যাম্প ট্র্যাকিংয়ের চমৎকার বিকল্প হতে পারে গোকিওরি আহরণ (১৭ হাজার ৫৭৬টি) আপনাকে পাড়ি দিতে হবে গোকিও নেকের সবুজাভ-নীলাভ জলরাশি। নোগজুম্পা হিমবাহের জলরাশিপূর্ণ ছয়টি শাখায় বিভক্ত ছয় মাইল দৈর্ঘ্যরে এই লেক পৃথিবীর সর্ববৃহৎ সুপেয় জলাধার। গোকিওরির চূড়া থেকে আপনার সামনে উন্মোচিত হবে অন্যান্য দৈত্যাকৃতির। চো ইয়ো এবং গাইচুং কাং। তবে তা নির্ভর করে আবহাওয়ার অনুমোদনের ওপর। নক্ষত্রম-িত রাতে গোকিওরি থেকে দেখা হিমালয় যেন ভিন্ন এক অভিজ্ঞতা। এমন এক স্বর্গীয় দৃশ্য যা এমনকি এভারেস্ট বেস থেকেও দেখা সম্ভব নয়। সূত্র : ন্যাশনাল জিওগ্রাফি
×