ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কার্যকরী পরিষদের নতুন কমিটি

প্রকাশিত: ০৪:২৮, ৩ ফেব্রুয়ারি ২০১৭

বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কার্যকরী পরিষদের নতুন কমিটি

সম্প্রতি বঙ্গবন্ধু ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়, চিনি শিল্প ভবন, দিলকুশা, ঢাকায় অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে মোঃ আওলাদ জান চৌধুরীকে প্রেসিডেন্ট ও বীর মুক্তিযোদ্ধা মোঃ মোজাম্মেল হককে জেনারেল সেক্রেটারি নির্বাচিত করে ৭১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা হয়। সভায় কার্যনির্বাহী কমিটি নূরুল ইসলাম ঠান্ডু, ড. মোঃ কুতুব উদ্দিন চৌধুরী, ড. তোফায়েল আহমেদ, সৈয়দ আহমেদ ফারুক, আবদুল মাবুদ, মীর সাহাবুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এনায়েতউদ্দিন মোঃ কায়সার খানকে সংগঠনের উপদেষ্টা মনোনীত করেছে। -বিজ্ঞপ্তি লেবানন ও কুয়েত সফর শেষে ফিরল প্রতিরক্ষা কমিটির প্রতিনিধি দল দশম জাতীয় সংসদের প্রতিরক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া, এমপির নেতৃত্বে একটি বিশেষ প্রতিনিধি দল জাতিসংঘ শান্তিরক্ষা মিশন লেবানন এবং অপারেশন কুয়েত পুর্নগঠন, কুয়েত সাত দিনের সফর শেষে বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মোঃ মাহফুজুর রহমান । বিশেষ প্রতিনিধি দলের সদ্যসগণ প্রথম পর্বে লেবানন এবং দ্বিতীয় পর্বে কুয়েতে নিয়োজিত বাংলাদেশী শান্তিরক্ষীদের মনোবল বৃদ্ধির জন্য বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও তাদের সঙ্গে পারস্পরিক কুশলাদি বিনিময় করেন। এ ছাড়াও তাঁরা জাতিসংঘের উচ্চপদস্থ কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট মিশন/স্থাপনা এলাকায় সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করেন। -আইএসপিআর। সুদানে বাংলাদেশী শান্তিরক্ষীদের মেডিক্যাল ক্যাম্প সুদানের দারফুরে জাতিসংঘ মিশনে (ইউনামিড) কর্তব্যরত বাংলাদেশী শান্তিরক্ষীর (ব্যানএফআরসি/২) উদ্যোগে সম্প্রতি স্থানীয় এল জেনিনা কারাগারে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী এবং স্থানীয় কারা কর্তৃপক্ষের যৌথ তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই চিকিৎসা শিবিরে প্রায় শতাধিক কারাবন্দী এবং কারারক্ষীদের ম্যালেরিয়াসহ অন্য রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়াও একই দিনে ওই কন্টিনজেন্ট এল জেনিনার ‘আর্দামাতা উদ্বাস্তু শিবির’-এ অসহায়, দরিদ্র ও সুবিধা বঞ্চিতদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে। এদিকে গত সোমবার বাংলাদেশী কন্টিনজেন্টটি স্থানীয় এল জেনিনা বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল অনুষদের সহযোগিতায় এইচআইভি-এইডস এবং ম্যালেরিয়া রোগের ওপর সচেতনতামূলক সেমিনার আয়োজন করে। -আইএসপিআর। মুখে হাসি সিরিয়ার দিয়ার আজজুর শহরে ইসলামিক স্টেট আইএস জঙ্গীদের হাত থেকে বাঁচতে আল হাওয়াল শরণার্থী শিবিরে আশ্রয় নেয় এই শিশুর পরিবার। সাহায্য সংস্থার গাড়ি দেখে হাসতে দেখা যায় শিশুটিকে। ছবিটি বুধবার তোলা। -এএফপি স্বচ্ছন্দে হাঁটছে পো গত এপ্রিল মাসে সড়ক দুর্ঘটনায় পা হারায় পো নামের এই বিড়ালটি। সম্প্রতি বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার এক পশু হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে দুটি কৃত্রিম পা লাগানো হয়। কৃত্রিম পায়ে স্বচ্ছন্দে হাঁটছে পো। -এএফপি
×