ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নারীর জন্য নিরাপদ কর্মপরিবেশ তৈরিতে কাজ করছে সরকার ॥ চুমকি

প্রকাশিত: ০৪:২৮, ৩ ফেব্রুয়ারি ২০১৭

নারীর জন্য নিরাপদ কর্মপরিবেশ তৈরিতে কাজ করছে সরকার ॥ চুমকি

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলে যৌন হয়রানি বন্ধে হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছে তা বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। সরকারের সকল অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে অভিযোগ আমলে নেয়ার জন্য কমিটি করা হয়েছে। মন্ত্রণালয় এসব কিছুই মনিটর করছে। পাশাপাশি কর্মস্থলেও নারীর অংশগ্রহণ বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ তৈরিতে সরকার কাজ করে যাচ্ছে। প্রতিমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে মহিলাবিষয়ক অধিদফতরের সম্মেলন কক্ষে মহিলা বিষয়ক অধিদফতরের উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তাদের সমন্বয়ে কর্মস্থলে যৌন হয়রানি রোধকল্পে অবহিতকরণ কর্মশালা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।-বিজ্ঞপ্তি অধ্যাপক আনিসুজ্জামান চিকিৎসার জন্য ব্যাঙ্কক গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক, বিশিষ্ট লেখক, গবেষক, অগ্রণী বুদ্ধিজীবী, বেঙ্গল ফাউন্ডেশনের ট্রাস্টি এবং সাহিত্য পত্রিকা ‘কালি ও কলমে’র সম্পাদকম-লীর সভাপতি আনিসুজ্জামান উন্নত চিকিৎসার্থে বৃহস্পতিবার ব্যাঙ্কক গেছেন। উন্নত চিকিৎসার জন্য ব্যাঙ্কক হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য, শ্বাসকষ্টজনিত কারণে গত ১৭ ডিসেম্বর ড. আনিসুজ্জামানকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি ২৬ ডিসেম্বর পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন। তাঁর শরীরে নানাবিধ জটিলতা ধরা পড়ায় এবং শারীরিক অবস্থার গুরুতর অবনতি ঘটলে চিকিৎসকরা তাঁকে বিদেশে নেয়ার পরামর্শ দেন। তাঁর সঙ্গে ব্যাংকক গেছেন তাঁর স্ত্রী ও কন্যা এবং বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের। -বিজ্ঞপ্তি ওয়ার্ল্ড ভার্সিটিতে পিঠা উৎসব ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ, কালচারাল ক্লাবের উদ্যোগে দুদিনব্যাপী পিঠা উৎসব বিশ্ববিদ্যালয় মিলনায়তনে শুরু হয়েছে। পিঠা উৎসবে ২৫টি স্টলে শতাধিক রকমারি পিঠা ও মজাদার গ্রামীণ খাবার প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবার সকালে এ উৎসব উদ্বোধন করেন একুশে ও স্বাধীনতা পদক বিজয়ী বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. এম নূরুল ইসলাম এবং স্বাগত বক্তব্য দেন কোষাধ্যক্ষ মোর্শেদা চৌধুরী। এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
×