ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গৃহকর্মী অধিকার প্রতিষ্ঠায় ৬ মাসের মধ্যে মনিটরিং সেল গঠনের নির্দেশ

প্রকাশিত: ০৪:২৭, ৩ ফেব্রুয়ারি ২০১৭

গৃহকর্মী অধিকার প্রতিষ্ঠায় ৬ মাসের মধ্যে মনিটরিং সেল গঠনের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ গৃহকর্মীদের অধিকার প্রতিষ্ঠায় নীতিমালা অনুযায়ী ছয় মাসের মধ্যে সরকারকে একটি মনিটরিং সেল গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। অন্যদিকে ভারতীয় নাগরিক জিবরান তায়েবী হত্যা মামলায় যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত আসামি ব্যবসায়ী পুত্র ইয়াছিন রহমান টিটুর রিভিউ আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। রায় ঘোষণার জন্য মামলাটি অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়েছে। অর্থাৎ যে কোন দিন রায় ঘোষণা করা হবে। বৃহস্পতিবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেছেন। গৃহকর্মীদের অধিকার প্রতিষ্ঠায় নীতিমালা অনুযায়ী ছয় মাসের মধ্যে সরকারকে একটি মনিটরিং সেল গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস এ্যান্ড পিস ফর বাংলাদেশের করা একটি রিট আবেদনে তিন বছর আগে দেয়া রুলের নিষ্পত্তি করে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী এবং বিচারপতি কাজী মোঃ ইজহারুল হক আকন্দের বেঞ্চ এ রায় দেয়। পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন যুক্ত করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস এ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ ২০১৪ সালের জুলাই মাসে এই রিট আবেদন করেন। ওই আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মোঃ হাবিবুল গনির বেঞ্চ একটি রুল জারি করে। গৃহকর্মীদের অধিকার রক্ষায় আইন প্রণয়নে কার্যকর পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চাওয়া হয় ওই রুলে। মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, আইন সচিব, শ্রম সচিব এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে রুলের জবাব দিতে বলা হয়। আদেশের পর মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, ২০১৬ সালের ৪ জানুয়ারি হওয়া এই নীতির ৬ ধারা অনুসারে কেন্দ্রীয়ভাবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়কে এবং সিটি কর্পোরেশন, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে মনিটরিং সেল গঠন করতে সরকারকে নির্দেশ দেয়া হয়েছে। জিবরান হত্যা মামলার রিভিউয়ের রায় যে কোন দিন ॥ ভারতীয় নাগরিক জিবরান তায়েবী হত্যা মামলায় যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত আসামি ব্যবসায়ীপুত্র ইয়াছিন রহমান টিটুর রিভিউ আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ছয় সদস্যের আপীল বেঞ্চ শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন। আদালতে রাষ্ট্রপক্ষের শুনানি করেন অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল মোঃ মোমতাজ উদ্দিন ফকির। সঙ্গে ছিলেন সহকারী এ্যাটর্নি জেনারেল এস এম কামরুল হাসান।
×