ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সেন্ট পিটার্সবার্গ টুর্নামেন্টে কুজনেতসোভা, ভেসনিনার জয়

কোয়ার্টার ফাইনালে সিমোনা

প্রকাশিত: ০৪:১৫, ৩ ফেব্রুয়ারি ২০১৭

কোয়ার্টার ফাইনালে সিমোনা

স্পোর্টস রিপোর্টার ॥ ডব্লিউটিএ সেন্ট পিটার্সবার্গ টুর্নামেন্টে দুর্দান্ত খেলছেন সিমোনা হ্যালেপ। দারুণ জয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন তিনি। বুধবার দ্বিতীয় পর্বের ম্যাচে তিনি সরাসরি সেটে পরাজিত করেছেন ক্রোয়েশিয়ার এনা কুঞ্জকে। রোমানিয়ার সিমোনা হ্যালেপ এদিন ৬-৪ এবং ৭-৬ (৭/২) সেটে হারান এনা কুঞ্জকে। এছাড়াও সেন্ট পিটার্সবার্গ ইভেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন নাটালিয়া ভিখলিয়ান্টসেভা, জুলিয়া পুতিনসেভা এবং সভেতলনা কুজনেতসোভাও। পারফর্মেন্সের বিচারে গত কয়েক মৌসুম ধরেই টেনিস কোর্টের আলোচিত নাম সিমোনা হ্যালেপ। ২০১৪ সালে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালেও জায়গা করে নেন তিনি। কিন্তু দুর্ভাগ্য তার। শিরোপার খুব কাছাকাছি গিয়েও সেবার রাশিয়ান টেনিস তারকা মারিয়া শারাপোভার কাছে হেরে স্বপ্নভঙ্গের বেদনায় ডুবেন তিনি। এরপর আর সেভাবে কোথাও মেলে ধরতে পারেননি হ্যালেপ। নতুন বছরের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনেও বাজে পারফর্ম করেন তিনি। মৌসুমের প্রথম মেজর টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই ছিটকে পড়েন সিমোনা হ্যালেপ। তবে পিটার্সবার্গের কোয়ার্টার ফাইনালের টিকেট কেটে দারুণ উচ্ছ্বাসিত তিনি। কিন্তু দ্বিতীয় পর্বের ম্যাচের বাধা পেরুতে রীতিমতো ঘাম ঝরেছে তার। এ প্রসঙ্গে হ্যালেপ বলেন, ‘ম্যাচটা খুব কঠিন ছিল। কারণ এনা অসাধারণ পারফর্মেন্স উপহার দিয়েছে। তার বিপক্ষে ম্যাচটা জিতে আমি আনন্দিত। অস্ট্রেলিয়ান ওপেনের পর এই টুর্নামেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে পুরোপুরি ফিট আমি তাই পরের ম্যাচেও সেরাটা দিতে প্রস্তুত।’
×