ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-ভারত টেস্ট

ব্যক্তিগত অর্জনেই মনোযোগী ক্রিকেটাররা

প্রকাশিত: ০৪:১৪, ৩ ফেব্রুয়ারি ২০১৭

ব্যক্তিগত অর্জনেই মনোযোগী ক্রিকেটাররা

স্পোর্টস রিপোর্টার ॥ ব্যক্তিগতভাবে ভাল অর্জন মিললে, দলের অর্জনও ভাল হয়। আর তাই ভারতের বিপক্ষে ৯ ফেব্রুয়ারি হায়দরাবাদে শুরু হতে যাওয়া একমাত্র টেস্ট ম্যাচে ব্যক্তিগত অর্জনের দিকেই মনোযোগী ক্রিকেটাররা। বৃহস্পতিবার বাংলাদেশ ছাড়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যক্তিগত অর্জন পাওয়ার লক্ষ্যের কথাগুলোই জানালেন ক্রিকেটাররা। মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি ও তাইজুল ইসলামরা তাই জানিয়েছেন। মেহেদী হাসান মিরাজ জানালেন, ‘আমার মনে হয় ভারতে স্পিনাররা সহয়তা পাবে। আমাদের দলে অনেক ভাল ও অভিজ্ঞ স্পিনার আছে। তাইজুল ভাই, সাকিব ভাই আছেন। আমিও ভাল করছি। ওদের অনেক ভাল ব্যাটসম্যান আছে। তবে আমরা ঠিক জায়গায় বল করতে পারলে ভাল কিছু করা সম্ভব।’ সঙ্গে যোগ করেন, ‘রবিচন্দ্রন অশ্বিন বিশ্বমানের খেলোয়াড়। আমার লক্ষ্য থাকবে খেলা শেষে ওর সঙ্গে কথা বলে কিছু টিপস নেয়ার। আর ও কিভাবে বোলিং করে তা কাছে থেকেই দেখতে পারব। সে অভিজ্ঞতা আমার জন্য অনেক কাজে লাগবে।’ নিউজিল্যান্ড সফরে টেস্ট অভিষেক হওয়া বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ জানান, ‘আমি ভাগ্যবান। কারণ, ভারতের বিপক্ষে ঐতিহাসিক এ টেস্ট দলে সুযোগ পেয়েছি। তবে ম্যাচে খেলার সুযোগ পেলে স্মরণীয় কিছু করার চেষ্টা করব। শতভাগ দেব, উইকেট পাওয়া তো কপালের ব্যাপার। কন্ডিশন অনুযায়ী ভাল বল করার চেষ্টা করব। ভাল জায়গায় বল করলে উইকেট পাওয়াও সম্ভব। ভাল কিছুই হবে। সুযোগ পেলে স্মরণীয় কিছু করার চেষ্টা করব।’ সঙ্গে যোগ করেন, ‘আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করব। যেন ভাল কিছু করতে পারি। চেষ্টা করব এমন কিছু স্পেল করার, যে স্পেলে ম্যাচ ঘুরতে পারে। এটা অনেক বড় টেস্ট। সেরাটা দিব এবং সুস্থভাবে দেশে ফিরে আসতে চেষ্টা করব।’ নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট দিয়ে ছন্দে ফেরা টপঅর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার বলেন, ‘একটা টেস্ট। তবে এখান থেকে অনেক কিছু পাওয়ার আছে। যদি পাই তাহলে আমাদের জন্য অনেক বড় পাওয়া হবে। আর আমরা তো বাইরের কিছু পাব না। আমাদের খেলেই কিছু আনতে হবে। চেষ্টা করব কিছু যদি আনতে পারি। যেহেতু একটা ম্যাচ এখানে তাদের চাপই বেশি। যদি আমি সুযোগ পাই তাহলে দল যেন জিতে এমন কিছু করার চেষ্টা করব। ব্যক্তিগত লক্ষ্য একটাই, ভাল খেলতে হবে। যদি সুযোগ পাই তাহলে অবশ্যই চেষ্টা করব দলকে কিছু দেয়ার জন্য। যেহেতু ভারতে এবারই আমাদের প্রথম তো, সবাই খুব রোমাঞ্চিত। চেষ্টা করব এটাকে স্মরণীয় করে রাখার জন্য। ভারতের মাটিতে প্রথম ম্যাচ মনে রাখার মতো কিছু করতে চাই।’ স্পিনার তাইজুল ইসলাম বললেন, ‘আমাদের দলে এখন ভালমানের স্পিনার আছে। মিরাজ, সাকিব ভাই এবং আরও স্পিনার যারা আছে, তারা সবাই ভাল। আশা করি ভারতে যদি স্পিন ট্র্যাক হয় তাহলে ভাল কিছু হবে। ভারতের ব্যাটিং লাইনআপ অনেক বড়। আর ওরা স্পিনে ভাল খেলে থাকে। তারপরও আশাকরি আমরা যদি ভাল জায়গায় বল করি হয়ত ভাল কিছু সম্ভব। আর উইকেট থেকে যদি সহয়তা পাই তাহলে ইতিবাচক কিছু হতে পারে। আশাকরি আমরা ভাল কিছু পাব।’ পেসার কামরুল ইসলাম রাব্বি বিরাট কোহলির উইকেট নিতেই বদ্ধপরিকর যেন। বলেছেন, ‘বিরাট কোহলি বিশ্বের সেরা কয়েকজনের মধ্যে একজন। যদি সুযোগ পাই ভাল করার চেষ্টা করব। আর কোহলির উইকেট পেলে তো খুব ভালই হবে। ব্যক্তিগতভাবে আমি অনেক খুশি এমন একটা ঐতিহাসিক সফরে যাওয়ার সুযোগ পেয়ে। সবার কাছে দোয়া চাচ্ছি। আমার জন্য দোয়া করবেন যদি সুযোগ হয় যেন নিজে ভাল করতে পারি এবং বাংলাদেশের জন্য ভাল কিছু করতে পারি।’
×