ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শারাপোভা এখন বক্সার!

প্রকাশিত: ০৪:১৩, ৩ ফেব্রুয়ারি ২০১৭

শারাপোভা এখন বক্সার!

স্পোর্টস রিপোর্টার ॥ টেনিস বিশ্বে যে ক’জন প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন তাদের মধ্যে মারিয়া শারাপোভা অন্যতম। কোর্টের বাইরে মডেলিংয়েও আলাদা সুনাম রয়েছে তার। রাশিয়ান তারকা যে ব্যবসা করেও নাম কুড়িয়েছেন তাও অনেকের জানা। তবে এবার নিজেকে নতুনরূপে আবিষ্কার করতে যাচ্ছেন মারিয়া শারাপোভা। তার নতুনরূপ বক্সার। নিজের সেরা ফর্ম ধরে রাখার লক্ষ্য নিয়েই বক্সিং শিখছেন তিনি। সেইসঙ্গে লেখিকা হিসেবেও আবির্ভাব ঘটতে যাচ্ছে শারাপোভার। তবে বইটা নিজের সম্পর্কেই লিখেছেন রাশিয়ান টেনিসের এই গ্লামারগার্ল। যা আগামী সেপ্টেম্বরে প্রকাশিত হবে। এসবই করেছেন গত বছর টেনিস থেকে নিষিদ্ধ হওয়ার পর। তাই টেনিস কোর্টের বাইরে ছিটকে পড়লেও রাশিয়ান তারকা মোটেই অনুতপ্ত নন। গত বছরের শুরুতেই মেলডোনিয়াম সেবনের কারণে সবধরনের টেনিস থেকে নিষিদ্ধ হন শারাপোভা। প্রথমে নিষেধাজ্ঞার মেয়াদ ছিল দুই বছর। কিন্তু সেই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপীল করেন তিনি। যার ফলে ৯ মাস কমিয়ে নিষেধাজ্ঞা ১৫ মাসে নিয়ে আসে ক্রীড়ার আন্তর্জাতিক আদালত। এরপর কয়েকটি প্রদশর্নী ম্যাচ খেললেও বেশিরভাগ সময়ই টেনিস কোর্টের বাইরে ছিলেন তিনি। তবে টেনিস কোর্টের বাইরে থাকার সময়টা বেশ ভালভাবেই কাজে লাগিয়েছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা। সর্বশেষ বক্সিং শিখছেন ২৯ বছর বয়সী মারিয়া শারাপোভা। হঠাৎ করেই কেন বক্সিংয়ে মনোনিবেশ করলেন তিনি? তাহলে কি টেনিস ছাড়ছেন রাশিয়ান তারকা? শারাপোভার ভক্ত-অনুরাগীদের অবশ্য চিন্তিত হওয়ার কিছুই নেই। মূলত শারীরিক ফিটনেস ধরে রাখার জন্যই এ পথে হাঁটছেন তিনি। এ বিষয়ে ৩৫টি ডব্লিউটিএ শিরোপার মালিক শারাপোভা বলেন, ‘আমি বক্সিং শিখার চেষ্টা করছি, কারণ আমি নিজেকে ভাল ফর্ম রাখতে চাই। তাছাড়া কিছু বিশেষ লোক রয়েছে যাদের আমি আঘাত করতে চাই। সেক্ষেত্রে এই বক্সিং শেখাটা হবে অসাধারণ।’ শুধুই যে বক্সিং শিখছেন তা নয়। নিষেধাজ্ঞার সময়টাতে মারিয়া শারাপোভা একটা বই লিখার কাজেও ব্যস্ত রয়েছেন। যা এ বছরেই প্রকাশ পাবে। এ বিষয়ে মারিয়া শারাপোভা বলেন, ‘আমি একটি বই লিখছি, যা সেপ্টেম্বরে প্রকাশিত হবে। প্রথমে ইংরেজীতে পরবর্তীতে তা রাশিয়ান ভাষায় রূপান্তর করা হবে।’ নিষেধাজ্ঞার সময়টাতে হার্ভাড বিজনেস স্কুলে স্বল্পদীর্ঘ কোর্সও সম্পন্ন করেছেন ছয় ফিট দুই ইঞ্চি উচ্চতার এই টেনিস তারকা। কারণটা অবশ্য অনেকেরই জানা। কেননা টেনিস খেলার পাশাপাশি একজন সফল উদ্যোক্তা মাশা। সুগারপোভা নামে একটি চকলেট কোম্পানির মালিক তিনি। সেই ব্যবসাকে আরও সুপ্রতিষ্ঠিত করতেই এই কোর্স সম্পন্ন করেন পাঁচটি গ্র্যান্ডসøামের মালিক শারাপোভা। রাশিয়ার প্রথম এবং বিশ্বের দশ প্রমীলা খেলোয়াড়ের একজন হিসেবে ক্যারিয়ার সøাম জয়ের স্বাদ পেয়েছেন। টেনিস কোর্টের বাইরে যতোই আনন্দে কাটুক না কেন নিজের জায়গায় ফিরতে উন্মুখ হয়ে আছেন শারাপোভা। আগামী ১৯ এপ্রিল ত্রিশে পা রাখবেন তিনি। আর নিষেধাজ্ঞার মেয়াদ কাটিয়ে আগামী ২৬ এপ্রিলেই কোর্টে ফেরার কথা রয়েছে তার। স্টুটগার্ট ওপেন দিয়েই নতুন মিশন শুরু করবেন তিনি। তবে ২০২০ সালে টোকিও অলিম্পিকে খেলতে পারবেন কি না তা নিয়ে এখনই নিশ্চিত কিছু জানাতে রাজি হননি তিনি। তবে রিও অলিম্পিকে খেলতে না পারার আক্ষেপ এখনও রয়েছে তার। তাই সেই আক্ষেপ ঘুচাতেই টোকিওতে খেলবে মরিয়া শারাপোভা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সত্যি কথা বলতে আমি খেলতে (টোকিও অলিম্পিকে) চাই। যখন দেখলাম রিও অলিম্পিকে অসংখ্য মানুষ আসছে অথচ আমি খেলতে পারছি না তখন তা আমাকে মারাত্মকভাবে আঘাত করেছে।’
×