ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চাহালের রেকর্ডে প্রশংসা কোহলির

প্রকাশিত: ০৪:১৩, ৩ ফেব্রুয়ারি ২০১৭

চাহালের রেকর্ডে প্রশংসা কোহলির

স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের কোন বোলার আগে যা করতে পারেননি সেটাই করে দেখিয়েছেন যুবেন্দ্র চাহাল। ২৫ বছর বয়সী এ লেগস্পিনার নিজেকে এবং যে কোন ভারতীয় বোলারকে ছাড়িয়ে গেছেন। ব্যাঙ্গালুরুতে বুধবার রাতে সফরকারী ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি২০ ম্যাচ অনুষ্ঠিত হয়। দুর্দান্ত বোলিং করে মাত্র ২৫ রানে ৬ উইকেট নিয়ে ভারতের টি২০ ইতিহাসের সেরা নৈপুণ্য দেখিয়েছেন ২৫ বছর বয়সী চাহাল। শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিসের পর দ্বিতীয় কোন বোলার হিসেবে আন্তর্জাতিক টি২০ ম্যাচে ৬ উইকেট শিকারের নৈপুণ্য দেখিয়েছেন তিনি। এমন সাফল্যের কারণেই ৭৫ রানের বিশাল জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত। চাহাল তার প্রতিক্রিয়ায় জানিয়েছেন স্বপ্নেও ভাবতে পারেননি তিনি ৬ উইকেট শিকার করতে পারবেন। তবে অধিনায়ক বিরাট কোহলি দারুণ প্রশংসা করেছেন চাহালের। ম্যাচের যে কোন পরিস্থিতিতে চাহাল খুব ভাল বোলার বলে দাবি করেন তিনি। মাত্র ৫টি আন্তর্জাতিক টি২০ খেলেছেন চাহাল। সেই ম্যাচগুলোয় আহামরি কোন সাফল্য পাননি। মাত্র ৫ উইকেট নিতে পেরেছিলেন। তবে হরিয়ানার এ ক্রিকেটার ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) খেলেছেন অধিনায়ক বিরাট কোহলির অধীনে। সে কারণে পরস্পরকে বেশ ভালভাবেই জানেন তারা। সেই জানা থেকেই কোহলি আস্থা রাখেন চাহালের ওপর। কোহলি তার বিষয়ে বলেন, ‘আজকের ম্যাচের চাবিকাঠি ছিল মাঝের ওভারগুলোতে উইকেট তুলে নেয়া। এক্ষেত্রে কখনও চাহাল খারাপ করেনি। আমি সবসময় চাহালের মতো কারও ওপর আস্থা রাখি। আইপিএলেও এমনটা হয়েছে। অধিকাংশ ম্যাচেই তাকে আমি ব্যবহার করেছি। নতুন বলে কিংবা মাঝের ওভারগুলোতে বোলিং করার ব্যাপারে কখনও সে না করে না। সুতরাং আমি মনে করি তার মতো একটা ছেলে পাওয়া দারুণ ব্যাপার। কোন পরিস্থিতিতেই সে না বলে না।’ অধিনায়ক কোহলির আস্থার প্রতিদান দারুণভাবে দিয়েছেন চাহাল। ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিং করতে এসেই আঘাত হেনে ফিরিয়ে দেন স্যাম বিলিংসকে। তবে রান দিয়েছিলেন ১০, নিজের দ্বিতীয় ওভারে দেন আরও ৯ রান। কিন্তু আসল ম্যাজিক দেখিয়েছেন ফিরতি স্পেলে। সেই স্পেলে ভয়ানক চাহাল ২ ওভারে ৬ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। তার গুগলিতে দিশেহারা হয়ে যায় ইংলিশ ব্যাটসম্যানরা। ইনিংসের ১৪তম ওভারে চাহালের লেগস্পিনে নতি স্বীকার করেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান ও জো রুট। দু’জনই দারুণ ব্যাটিং করে দলকে এগিয়ে নিচ্ছিলেন জয়ের পথে। ১৬তম ওভার ছিল চাহালের ক্যারিয়ারে সবচেয়ে স্বপ্নময়। বোলিং করতে এসে তিনি ফিরিয়ে দেন মঈন আলী, বেন স্টোকস ও ক্রিস জর্ডানকে। সবমিলিয়ে ৪ ওভারে ২৫ রানে ৬ উইকেট। এমন বোলিং অতীতে কোন ভারতীয় বোলার আন্তর্জাতিক টি২০ ম্যাচে করে দেখাতে পারেননি। ভারতের হয়ে কেউ টি২০ ক্রিকেটে ৫ উইকেটও শিকার করতে পারেননি। রবিচন্দ্রন অশ্বিন গত বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশাখাপত্তমে ৮ রানে নিয়েছিলেন ৪ উইকেট। সেটাই ছিল টি২০ ক্রিকেটে ভারতের পক্ষে সেরা বোলিং নৈপুণ্য। এবার ভারতের সেরা হয়ে গেছেন চাহাল। তার এমন বিধ্বংসী বোলিংয়ের কারণেই মাত্র ৮ রানের মধ্যে শেষ ৮ উইকেট হারিয়ে বিশাল পরাজয়বরণ করে ইংলিশরা। আন্তর্জাতিক টি২০ ম্যাচে ৬ উইকেট নেয়ার ঘটনা আছেই মাত্র দুটি। আর সে দুটোই করে দেখানোর একক কৃতিত্ব শ্রীলঙ্কার স্পিনার অজন্তা মেন্ডিসের। তিনি ২০১১ সালের ৮ আগস্ট পাল্লেকেলেতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নেন ১৬ রানে ৬ উইকেট। আর পরের বছর ১৮ সেপ্টেম্বর দ্বিতীয় কীর্তি গড়েন জিম্বাবুইয়ের বিরুদ্ধে হাম্বানটোটায় মাত্র ৮ রানে ৬ উইকেট নিয়ে টি২০ ইতিহাসের সেরা বোলিং নৈপুণ্য দেখান। অজন্তার পর দ্বিতীয় বোলার হিসেবে টি২০ ক্রিকেটে ৬ উইকেট নিলেন চাহাল। তবে সেরা টি২০ বোলিংয়ের ক্ষেত্রে তার অবস্থান অজন্তার দুটি নৈপুণ্যের পর এখন তিন নম্বরে। ইংল্যান্ডের বিরুদ্ধে এর আগে শুধু লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার ৫ উইকেট নেয়ার ঘটনা আছে। ২০১২ সালে পাল্লেকেলেতে ৩১ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। অসামান্য এই কৃতিত্ব গড়ার পর চাহাল হয়েছেন ম্যাচসেরা এবং সিরিজেরও সেরা হয়েছেন প্রথমবারের মতো। দারুণ খুশি চাহাল, ‘আমি খুবই ভাল বোধ করছি। ভারতের হয়ে প্রথমবার আমি ব্যাঙ্গালুরুতে ম্যাচ খেললাম। এটাকে আমার সবসময় ঘরের মতো মনে হয়। আইপিএলে আমি আগেও পাওয়ারপ্লেতে বোলিং করেছি। আমার ওপর বিরাটের যে আস্থা ছিল আমি সেটা ভালভাবেই করতে পারব। শুরুতে আমার পরিকল্পনা ছিল যেহেতু এটা ছোট মাঠ, অবশ্যই ব্যাটসম্যানরা বড় শট খেলতে চাইবেন। তাই আমার উইকেট নেয়ার সুযোগ আছে। আমি ফুল লেন্থে বল ফেলেছি যেন এলবিডব্লিউ’র সুযোগ থাকে ব্যাটসম্যানরা সুইপ কিংবা রিভার্স সুইপ মিস করলে। কিন্তু স্বপ্নেও ভাবিনি কখনও ৬ উইকেট পেয়ে যাব।’
×