ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:০২, ৩ ফেব্রুয়ারি ২০১৭

টুকরো খবর

কোর্ট চত্বর থেকে আসামির পলায়ন নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২ ফেব্রুয়ারি ॥ গাইবান্ধার কোর্ট হাজত থেকে জেলহাজতে পাঠানোর সময় কৌশলে শাকিল মিয়া নামে এক মাদক বিক্রেতা পালিয়ে গেছে। শাকিল মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার চর কোচামারি গ্রামের সাজু মিয়ার ছেলে। মঙ্গলবার সন্ধ্যার পর এই ঘটনাটি ঘটলেও তা চাপা রাখা হয়। বুধবার রাতে বিভিন্ন সূত্র থেকে বিষয়টি প্রকাশ হয়ে পড়ে। ফলে পুলিশ আসামি পালানোর ঘটনাটি স্বীকার করতে বাধ্য হয়। পুলিশ সূত্র জানায়, মাদক বিক্রির দায়ে শাকিল মিয়াকে পলাশবাড়ি থানা পুলিশ মঙ্গলবার গ্রেফতার করে। ওইদিনই তাকে গাইবান্ধার আদালতে পাঠানো হয়। শাকিলকে অন্য বিভিন্ন মামলার ৩২ আসামির সঙ্গে জেলহাজতে পাঠানোর জন্য গাড়িতে ওঠানোর সময় সে কৌশলে পালিয়ে যায়। পুলিশ জানায়, এই পালিয়ে যাওয়ার ঘটনায় গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের করা হয়। এ ঘটনার জন্য সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। ভৈরব নদের পাটা উচ্ছেদ স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ভৈরব নদ খননের লক্ষ্যে অবৈধ পাটা উচ্ছেদ শুরু করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধ ও বৃহস্পতিবার সদর উপজেলার বাবলাতলা ব্রিজ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে ভৈরব নদে অভিযান পরিচালনা করা হয়। বাবলাতলা ব্রিজ এলাকা থেকে বিরামপুর কালীবাড়ি প্রায় আড়াই কিলোমিটার এলাকার মধ্যে অবৈধ ৩টি বাঁশের বেড়া (পাটা) উচ্ছেদ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে (পাউবো) যশোরের বাবলাতলা থেকে শুরু করে যশোরের আফ্রাঘাট পর্যন্ত ৯৬ কিলোমিটার ভৈরব নদ খনন ও ড্রেজিং করা হবে। এর মধ্যে বসুন্দিয়া থেকে আফ্রাঘাট পর্যন্ত ৪ কিলোমিটার নদের ড্রেজিং করার প্রকল্প হাতে নেয়া হয়েছে। মোহনগঞ্জ নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা থেকে জানান, মোহনগঞ্জ পৌর শহরের শিয়ালজানি খালের দু’ধারে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ জানান, মোহনগঞ্জ পৌর শহরের শিয়ালজানি খালের দু’ধারে উন্নয়নকাজ চলমান রয়েছে। কিন্তু ওই খালের দু’ধারে দীর্ঘদিন ধরে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা সরিয়ে নিতে দখলদারদের বারবার নোটিস করা সত্ত্বেও দখলদাররা তাদের স্থাপনা সরিয়ে নেয়নি। ফলে বৃহস্পতিবার পৌর শহরের গরুহাট্টা এলাকা থেকে অভিযান শুরু করে বিকেল তিনটা পর্যন্ত কাছারি রোডের কংকন সিনেমা হলের পেছনের অংশ পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। ইউপি চেয়ারম্যান গ্রেফতার স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা জিয়াউল হক মাসুমকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে শলুয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। চারঘাট থানার ওসি নিবারন চন্দ্র বর্মণ জানান, শলুয়া ইউনিয়নের মাড়িয়া গ্রামের জোয়াদ্দারপাড়া এলাকার বাসিন্দা ইমান আলীর প্রতিবন্ধী ছেলে সাখাওয়াত হোসেন সিনা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ চাঁদ, তার চাচাত ভাই শলুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক মাসুমসহ ১০ জনের বিরুদ্ধে বুধবার আদালতে একটি মামলা দায়ের করেন। এ মামলায় ইউনিয়ন পরিষদের কার্যালয় থেকে জিয়াউল হক মাসুমকে গ্রেফতার করা হয়। অস্ত্র ও ইয়াবাসহ কাউন্সিলর আটক নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ২ ফেব্রুয়ারি ॥ কোটচাঁদপুর থেকে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ রেজাউল ইসলাম পাঠান নামে এক পৌর কাউন্সিলরকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে কোটচাঁদপুরের আখ সেন্টার এলাকা থেকে তাকে আটক করা হয়। রেজাউল ইসলাম পাঠান কোটচাঁদপুর শহরের আদর্শপাড়ার মমিন পাঠানের ছেলে। সে কোটচাঁদপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২ ফেব্রুয়ারি ॥ রাজৈর কেজেএস পাইলট ইনস্টিটিউট কেন্দ্রে বৃহস্পতিবার এসএসসির বাংলা ১ম পত্র পরীক্ষা চলাকালে জুলিয়া আক্তার নামে এক পরীক্ষার্থী (রোল-১৬১২৩০) কেন্দ্র থেকে বেরিয়ে ১শ’ গজ দূরে ব্রিজ থেকে লাফিয়ে নদীতে পড়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে এলাকাবাসী জুলিয়াকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রাজৈর হাসপাতালে ভর্তি করেছে। তার অবস্থা আশঙ্কাজনক। জানা গেছে, রাজৈর উপজেলা সদরে অবস্থিত রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের আবাসিক ছাত্রী জুলিয়া আক্তার রাজৈর কেজেএস পাইলট ইনস্টিটিউট কেন্দ্রে বৃহস্পতিবার যথাসময়ে পরীক্ষা দিতে যায়। পরীক্ষা শুরু হওয়ার ১ ঘণ্টা ২০ মিনিট পর তিন তলার ৩০২ নং কক্ষ থেকে হঠাৎ বেরিয়ে রাজৈর বাজার ব্রিজের উপর থেকে প্রায় ২০ ফুট নিচে নদীতে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। দক্ষিণাঞ্চল সদর দফতর খুলনায় স্থাপন দাবি স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ বাংলাদেশ রেলওয়ের প্রস্তাবিত দক্ষিণাঞ্চল সদর দফতর খুলনায় স্থাপনের দাবিতে বৃহস্পতিবার পৃথকভাবে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি ও মোংলা বন্দর ব্যবহারকারী সমন্বয় কমিটির পক্ষ থেকে খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রম সমন্বয় কমিটির স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেনÑ সাবেক সংসদ সদস্য মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম, উন্নয়ন কমিটির সভাপতি শেখ মোশাররফ হোসেন, মহাসচিব শেখ আশরাফ-উজ-জামান, আয়কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এসএম দাউদ আলী, ন্যাপ নেতা মোঃ ফজলুর রহমান, সিপিবি নেতা মিজানুর রহমানর বাবু প্রমুখ। অপরদিকে মোংলা বন্দর ব্যবহারকারী সমন্বয় কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে স্মরকলিপি প্রদানকালে সংগঠনের মহাসচিব এ্যাডভোকেট সাইফুল ইসলাম, খুলনা নৌ পরিবহন মালিক গ্রুপের সাবেক সভাপতি ওয়াহিদুজ্জামান খান পল্টু, যুগ্ম মহাসচিব আব্দুল গফফার, যুগ্ম মহাসচিব এমএম আসাদুজ্জামান, সাবেক যুগ্ম মহাসচিব খুরশিদ আলম কাগজি মিন্টু, হাফিজুল ইসলাম চন্দন, কোষাধ্যক্ষ নুরুল ইসলাম খান কালু প্রমুখ উপস্থিত ছিলেন। চট্টগ্রামে ছিনতাই হওয়া গাড়ি ঢাকায় উদ্ধার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের এক ব্যবসায়ীর ছিনতাই হওয়া গাড়ি ঢাকার যাত্রাবাড়ির মাতুয়াইল এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে সিএমপির ইপিজেড থানা পুলিশ গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। পুলিশ জানায়, চট্টগ্রাম বন্দর এলাকার ব্যবসায়ী নাছির উদ্দিনকে ব্যবসায়িক কাজের কথা বলে গত ১৬ জানুয়ারি ঢাকায় নিয়ে যায় আবু সুফিয়ান নামের একজন। কৌশলে ঢাকায় নেয়ার পর রাতে যাত্রাবাড়ি এলাকায় সুফিয়ান এবং আরও একজন মিলে তাকে মারধর করে গাড়ি থেকে নামিয়ে দেয়। তারা গাড়িটি নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে ব্যবসায়ী নাছির উদ্দিন গত ২৯ জানুয়ারি সিএমপির ইপিজেড থানায় ২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এরপর পুলিশ ছিনতাই হওয়া গাড়িটির অনুসন্ধান চালাতে থাকে। পুলিশ জানায়, তদন্তে বেরিয়ে আসে যে, ব্যবসার কথা বলে নাছির উদ্দিনকে ঢাকায় নেয়া হলেও যিনি ফোন করেছিলেন সেই সুফিয়ান ব্যবসায়ী নন। সে গাড়ি ছিনতাইকারী চক্রের সদস্য। বিলাইছড়িতে দুই ঘর ভস্মীভূত নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ২ ফেব্রুয়ারি ॥ জেলার দুর্গম বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের তক্তানালা এলাকায় বুধবার রাতে এক অগ্নিকা-ে ২টি ঘর পুড়ে গেছে। আগুনে চিমুচিং মারমা ও ওয়াংপ্রু মারমা নামে দুই দরিদ্র জুমিয়া পরিবারের বসতঘর পুড়ে গেছে। এলাকাটি অতিদুর্গম হওয়ায় সেখানে কোন জনপ্রতিনিধি বা প্রশাসনের লোক যায়নি বলে এলাকাবাসী জানান। চুলার আগুন থেকে এই অগ্নিকা-ের সূত্রপাত হয়েছে। কলেজ জাতীয়করণ দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ২ ফেব্রুয়ারি ॥ কালিয়া উপজেলার পিরোলী হাবিবুল আলম বীরপ্রতীক মহাবিদ্যালয় জাতীয়করণের দাবিতে মানববন্ধন এবং প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে। বৃহস্পতিবার এ কর্মসূচী পালন করা হয়। বেলা ১১টার দিকে পিরোলী হাবিবুল আলম বীরপ্রতীক মহাবিদ্যালয়ের সামনের সড়কে শিক্ষক, অভিভাবকসহ কয়েকশ’ শিক্ষার্থীর অংশগ্রহণ বিশাল এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এ সময় বক্তৃতা করেন হাবিবুল আলম বীরপ্রতীক মহাবিদ্যালয়ের গবর্নিংবডির সভাপতি নজরুল ইসলাম, কলেজের অধ্যক্ষ আবু রেজা মোল্লা। এক হাজার কেজি জাটকা জব্দ নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ২ ফেব্রুয়ারি ॥ ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর মোহনায় যাত্রীবাহী তিনটি লঞ্চে তল্লাশি চালিয়ে ১০০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড পাগলা স্টেশনের সদস্যরা। বুধবার রাত ৩টায় ‘এমভি রাসেল-৫’, ‘এমভি ফারহান-৩’ ও ‘এমভি কোকো-১’ নামের তিনটি যাত্রীবাহী লঞ্চ থেকে মালিকবিহীন অবস্থায় জাটকাগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জাটকার আনুমানিক মূল্য তিন লাখ টাকা। কোস্টগার্ড প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
×