ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শিক্ষার্থীকে শাসন, শিক্ষক লাঞ্ছিত ॥ পাল্টাপাল্টি কর্মসূচী

প্রকাশিত: ০৪:০০, ৩ ফেব্রুয়ারি ২০১৭

শিক্ষার্থীকে শাসন, শিক্ষক লাঞ্ছিত ॥ পাল্টাপাল্টি কর্মসূচী

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২ ফেব্রুয়ারি ॥ নকলায় এক শিক্ষার্থীকে শাসন করায় শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। ওই ঘটনায় পাল্টাপাল্টি অবস্থানসহ কর্মসূচী পালনকে কেন্দ্র করে এলাকায় বিরাজ করছে উত্তেজনা। বৃহস্পতিবার সকালে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের বিচার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদের কাছে স্মারকলিপি প্রদান করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। অন্যদিকে একইদিন শিক্ষার্থীকে শাসনকারী ওই শিক্ষকের বিভাগীয় শাস্তি দাবি করে একইভাবে স্মারকলিপি দেয়া হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের কাছে। জানা যায়, মঙ্গলবার নকলা উপজেলার চরমধুয়া আদর্শ বিদ্যা নিকেতনে ক্লাস চলাকালে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মেহেদী হাসান বিশৃঙ্খলা করায় তাকে বেত্রাঘাতে শাসন করেন গণিত ও বিজ্ঞান বিষয়ের শিক্ষক একেএম ওসমান গণি। ক্লাস শেষে মেহেদী বাড়িতে গিয়ে বিষয়টি জানালে তার বাবা বেলায়েত হোসেন ও চাচা আনিসুর রহমান ওই বিদ্যালয়ে গিয়ে দশম শ্রেণীতে রসায়ন বিষয়ে ক্লাস চলাকালে শ্রেণীকক্ষে ঢুকে শিক্ষক ওসমানকে লাঞ্ছিত করে। ওই সময় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লেও লাঞ্ছিত শিক্ষক ওসমান গণিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়। বিষয়টি দ্রুত জানাজানি হলে ওই স্কুলের ম্যানেজিং কমিটির কয়েক সদস্য তাৎক্ষণিক মীমাংসা করার চেষ্টা করেও ব্যর্থ হন। এরপর শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের বিচার দাবিতে বুধবার দুপুরে পাশের সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধসহ বিক্ষোভ মিছিল করে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। লৌহজংয়ে প্রতিমা ভাংচুর স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজং উপজেলার খলাপাড়ায় উত্তম সরকারের বাড়িতে সরস্বতি পূজার প্রতিমা ভাংচুর হয়েছে। বুধবার গভীর রাতে এই ঘটনার সময় এক এসএসসি পরীক্ষার্থীসহ চার জন আহত হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে ইমন, ফয়সাল ও জহির নামে তিন যুবককে আটক করেছে। তবে আহত পরীক্ষার্থী বৃহস্পতিবার পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। গাইবান্ধায় স্কুলে অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২ ফেব্রুয়ারি ॥ সন্ত্রাসী নাশকতায় সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া গণ উন্নয়ন একাডেমি বিদ্যালয় আগুন লাগিয়ে ভস্মীভূত করার প্রতিবাদে আসাদুজ্জামান মার্কেটের সামনে বৃহস্পতিবার মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। গাইবান্ধা এসএসসি বন্ধু’৯২ ও সন্ধানী ডোনার ক্লাব এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- জয়া প্রসাদ, মাধবী দাস, জিনাত আলম, শরিফুজ্জামান সোহাগ, মনি সুজন, পিযুষ চন্দ্র দাস, সুজন মল্লিক, মোঃ অলিক মিয়া প্রমুখ। পুলিশ পরিচয়ে ছিনতাই নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ২ ফেব্রুয়ারি ॥ আড়াইহাজারে পুলিশ পরিচয়ে ঝুলন রানী দাসের কাছ থেকে এক লাখ ১১ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে তিন ছিনতাইকারী। জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টায় রূপগঞ্জের কাঞ্চন এলাকার সুধির দাসের স্ত্রী ঝুলন রানী দাস গোলাকান্দাইল এলাকা থেকে যাত্রীবাহী সিএনজি অটোরিক্সাযোগে আড়াইহাজার আসার পথে তার পাশে গাড়িতে থাকা যাত্রীবেশী তিন ছিনতাইকারী সিএনজিটির গতিরোধ করে। পরে তারা পুলিশের লোক পরিচয় দেয়।
×