ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাজীপুরে যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: ০৩:৫৯, ৩ ফেব্রুয়ারি ২০১৭

গাজীপুরে যুবকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ আগুনে দগ্ধ এক ডিস ব্যবসায়ীর লাশ বৃহস্পতিবার উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আব্দুল খালেক (৩৫)। সে ঢাকার আশুলিয়া থানার শ্রীপুর উত্তরপাড়া এলাকার জুলহাস ওরফে জুলু কসাইয়ের ছেলে। জানা গেছে, গাজীপুর সিটি কর্পোরেশনের চক্রবর্তী লতিফপুর ব্যাপারিপাড়ার সানসিটি এলাকায় আব্দুস সালামের পরিত্যক্ত একটি টিনশেড ঘরে দগ্ধ অবস্থায় স্থানীয় ডিস ব্যবসায়ী আব্দুল খালেকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। মুন্সীগঞ্জ স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ থেকে জানান, সিরাজদিখান উপজেলার দোসরপাড়া গ্রামের ইছামতি নদী থেকে অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে। ইছামতি নদীতে লাশ ভাসতে দেখে লোকজন থানা পুলিশকে খবর দেয়। এই যুবকের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। সিলেট স্টাফ রিপোর্টার সিলেট অফিস থেকে জানান, ফেঞ্চুগঞ্জ উপজেলার কুশিয়ারা নদী থেকে বৃহস্পতিবার জনি রানী দাস (২১) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। তার বাড়ি কুশিয়ারা তীরবর্তী গোলাপগঞ্জ উপজেলার আলমপুর গ্রামে। তার স্বামীর নাম রাজেশ দেব। চসিকের শিক্ষা প্রতিষ্ঠানের সুবিধা বৃদ্ধি করা হচ্ছে স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর জনসংখ্যা বিবেচনায় রেখে সন্তানদের শিক্ষার অধিকার নিশ্চিত করার প্রয়াস অব্যাহত রেখেছে সিটি কর্পোরেশন। সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি নিয়ে চসিক পরিচালিত সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ভবন নির্মাণ ও সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হচ্ছে। অপরিকল্পিত কোন কার্যক্রম পরিচালিত হবে না। চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বৃহস্পতিবার নগরীর খান বাহাদুর আবদুল হক দোভাষ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে কথাগুলো বলেন। তিনি বলেন, পরিকল্পিত উন্নয়ন ছাড়া মানুষের কল্যাণ সাধন করা সম্ভব নয়। আমার দায়িত্ব পালনকালীন পরিকল্পনার বাইরে কোন কাজ করা হবে না। তিনি বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক হওয়ার শিক্ষাও গ্রহণ করতে হবে। কাউন্সিলর মোহাম্মদ হাবিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও কাউন্সিলর নাজমুল হক ডিউক, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ফেরদৌসী আকবর, প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিন প্রমুখ।
×