ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুক্তিপণ নিতে এসে ভারতীয় নাগরিক শ্রীঘরে

প্রকাশিত: ০৩:৫৮, ৩ ফেব্রুয়ারি ২০১৭

মুক্তিপণ নিতে এসে ভারতীয় নাগরিক শ্রীঘরে

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ২ ফেব্রুয়ারি ॥ মুক্তিপণের ৫০ হাজার টাকা নিতে এসে ভারতীয় নাগরিক নবার মিয়া পুলিশের হাতে আটক হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত সাড়ে ৯টায় জেলা সদরের হাড়িভাঙ্গা গ্রামে। জানা গেছে, কালীগঞ্জ উপজেলার লোহাকুচি গ্রামের আব্দুল হামিদের পুত্র আশরাফুল ইসলাম (২৮) ও কালীগঞ্জ উপজেলার দুলালী লোহাখুচি গ্রামের অধির চন্দ্রের মেয়ে প্রতিমাকে ২০১১ সালে ভালবেসে বিয়ে করে। বিয়ের ৭ মাস পরে প্রতিমার পরিবার কৌশলে মেয়েকে ভারতে পাঠিয়ে দিয়ে স্বামী আশরাফুল হকসহ তার পরিবারের ১৩ জনকে আসামি করে একটি গুম মামলা দায়ের করে। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে। বুধবার টাকা দিলে বৃহস্পতিবার প্রতিমাকে উদ্ধার করে স্বামীর কাছে নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়ে ভারতীয় নাগরিক ভারতের কুচবিহার জেলার সিতাই থানার সিঙ্গিমারী গ্রামের শফি উদ্দিনের পুত্র নবার মিয়া (৪৫) আশরাফুল হকের কাছে ৫০ হাজার টাকা স্ত্রীকে মুক্ত করতে মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা দিতে চাইলে ভারতীয় নাগরিক বুধবার সকালে বাংলাদেশে আসে। বিষয়টি পরিবারের লোকজন পুলিশকে জানালে পুলিশ বুধবার রাত সাড়ে ৯টায় হাড়িভাঙ্গা গ্রাম হতে তাকে আটক করে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করলে বিচারিক আদালত তাকে জেলহাজতে প্রেরণ করে। ৪০ মণ পলিথিন জব্দ নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২ ফেব্রুয়ারি ॥ কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকালে ৪০ মণ অবৈধ পলিথিন জব্দ করেছে। নিষিদ্ধ এ পলিথিনের বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। কোস্টগার্ড সদস্যরা জানান, সকালে চট্টগ্রাম থেকে আসা যাত্রীবাহী বাস ইসরাত পরিবহন ভোলার চরফ্যাশন উপজেলার উদ্দেশে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভোলা খেয়াঘাট সড়কে কোস্টগার্ড দক্ষিণ জোনের গোয়েন্দা কর্মকর্তা লে. এআর হোসেনের নেতৃত্বে চট্টগ্রাম থেকে আগত ইসরাত পরিবহনে তল্লাশি চালিয়ে প্রায় ৪০ মণ অবৈধ পলিথিন ব্যাগ জব্দ করা হয়। সঞ্চয়ের টাকা ফেরত নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর, নেত্রকোনা, ২ ফেব্রুয়ারি ॥ দুর্গাপুর সদর ইউনিয়ন পরিষদের ভিজিডি কর্মসূচীর ১৬২ উপকারভোগীর ২ বছর মেয়াদ শেষে সঞ্চিত ১ লাখ ৪০ হাজার টাকা ফেরত দেয়া হয়। বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ কার্যালয় মাঠে ইউপি চেয়ারম্যান শাহীনুর আলম সাজুর নেতৃত্বে উপকারভোগীদের মাঝে সঞ্চিত অর্থ ফেরত দেয়ার সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি নিতাই সাহা, সাংবাদিক সাহাদাত হোসেন কাজল, সাংবাদিক নির্মলেন্দু সরকার বাবুল, ধনেশ পত্রনবীশ, মাসুম বিল্লাহ্ প্রমুখ।
×