ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

থানচিতে রিটার্নিং ওয়াল নির্মাণে অনিয়ম

প্রকাশিত: ০৩:৫৭, ৩ ফেব্রুয়ারি ২০১৭

থানচিতে রিটার্নিং ওয়াল নির্মাণে অনিয়ম

নিজস্ব সংবাদদাতা,বান্দরবান, ২ ফেব্রুয়ারি ॥ থানচি উপজেলায় দুই কিলোমিটার রাস্তার পাশে রিটার্নিং ওয়াল তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। ঠিকাদার নিম্নমানের সামগ্রী ব্যবহার করে নির্মাণ কাজ করছেন বলে থানচি উপজেলা পরিষদ চেয়ারম্যানের কাছে অভিযোগ করেছেন এলাকাবাসী। জানা যায়, ওই উপজেলা সদর থেকে ছাংদাকপাড়া পর্যন্ত প্রায় দুই কিলোমিটার ইটের সোলিংয়ের রাস্তা তৈরি করা হচ্ছে। আর রাস্তার দু’পাশে ১০ থেকে ১৫ টি অংশে নির্মাণ করা হচ্ছে রিটার্নিং ওয়াল। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে রাস্তায় ইটের সোলিং এবং রিটার্নিং দেয়াল নির্মাণ করা হচ্ছে। আর এই সড়ক হলে এলাকার দুই শত পরিবার উপকৃত হবে বলে জানায় উপজেলা পরিষদ কার্যালয়। উপজেলার টিএ্যান্ডটি পাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ হারুন এবং কামাল অভিযোগ করেন, রিটার্নিং ওয়ালের ঢালাই কাজে স্থানীয় সাঙ্গু নদীর নিম্নমানের বালি এবং নতুন রডের বদলে পুরাতন রড ব্যবহার করছে প্রভাবশালী ঠিকাদার। তারা বলেন, রাস্তা তৈরিতে এবং রিটার্নিং ওয়াল তৈরিতে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে এমন একটি অভিযোগপত্র আমরা গত ২৫ জানুয়ারি থানচি উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে জমা দিয়েছি । এদিকে, স্থানীয়দের অভিযোগ পেয়ে থানচি উপজেলা পরিষদ চেয়ারম্যান ক্য হ্লা চিং বলেন, এলাকাবাসীদের কাছ থেকে অভিযোগ পেয়ে গত বুধবার ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। ঢালাই কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করাই ওইদিনই কাজ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। কিন্তু উপজেলা চেয়ারম্যানের নির্দেশের পর কাজ সাময়িকভাবে বন্ধ থাকলেও তার পরের দিন চেয়ারম্যানের নির্দেশ অমান্য করে ম্যানেজার সরোওয়ার ও সুপারভাইজার কমলের নির্দেশে শ্রমিকরা ঢালাই কাজ পুনরায় শুরু করেন বলে জানায় এলাকাবাসী। এই ব্যাপারে ঠিকাদার আনিসুর রহমান সুজন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মেয়াদ উত্তীর্ণ রড ও স্থানীয় বালি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছি, বিষয়টির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। । এ বিষয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবদুল আজিজ বলেন, সরকারী নিয়ম অনুযায়ী রিটার্নিং ওয়াল ঢালাইয়ের সময় তদারকি কর্মকর্তা উপস্থিত থাকবে। সহকারী প্রকৌশলী রেজাউল করিমের অনুপস্থিতিতে কোনমতেই ঢালাই কাজ গ্রহণযোগ্য হবে না। এছাড়াও নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়টি আমরা খতিয়ে দেখছি। রাজশাহীতে হাত-পায়ের রগ কেটে যুবককে হত্যা চেষ্টা স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পূর্বশত্রুতার জের ধরে রাজশাহী মহানগরীতে হাত-পায়ের রগ কেটে এক যুবককে হত্যার চেষ্টা চালানো হয়েছে। আসাদুজ্জামান রোকন (২৫) নামে এক যুবককে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর বালিয়াপুকুর ছোট বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। রোকন রাজশাহী নগরীর বালিয়াপুকুর এলাকার আবদুর রশিদের ছেলে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। রোকনের ছোট ভাই ফিরোজ কবীর জানান, একই এলাকার আদর ও সনেট নামে দুই যুবকের সঙ্গে তার ভাইয়ের আগে থেকেই বিরোধ ছিল। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ছোট বটতলা এলাকায় রোকনকে একা পেয়ে ওই দুই যুবক চাকু ও চাপাতি নিয়ে তার ওপর হামলা চালায়। এতে রোকনের ডান হাতের কব্জি ও বাম পায়ের গোড়ালির ওপরের অংশের রগ কেটে দেয়। এছাড়া তার বাম বাহু ও পিঠে ধারালো অস্ত্রের আঘাত করা হয়। এতে রোকন গুরুতর জখম হলে হামলাকারীরা তাকে ফেলে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আহত রোকনের অবস্থা আশঙ্কাজনক। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তার শরীরে রক্ত দেয়া হচ্ছে।
×