ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হাতে তৈরি কাগজ বিদেশে রফতানি হচ্ছে

প্রকাশিত: ০৩:৪২, ৩ ফেব্রুয়ারি ২০১৭

হাতে তৈরি কাগজ বিদেশে রফতানি হচ্ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ফেনীর বিসিকে দেশের প্রথম সম্পূর্ণ হাতে তৈরি কাগজ দেশে ও বিদেশে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। এক সময় দেশের বাইরে থেকে আমদানি করা এ ধরনের কাগজ এখন রফতানি করা হচ্ছে। উদ্যোক্তাদের মতে, চাহিদা বেশি হওয়ায় এ ধররের আরও প্রতিষ্ঠান গড়ে তোলা উচিত। ফেনীর বিসিক শিল্পনগরীতে ১৯৮৪ সালে ব্যক্তি উদ্যোগে আবদুর রব নামের এক বেকার তরুণ গড়ে তোলেন শতরূপা হ্যান্ড মেড নামে হাতে তৈরি এ কাগজের কারখানা। নিজের উদ্ভাবিত প্রযুক্তির মাধ্যমে তিনি জুট মিলের পরিত্যক্ত জুট, কচুরিপানা, ধানের ভুসি, খড়কুটা, বিভিন্ন ধরনের গাছের পাতা, কলাগাছ থেকে হওয়া মন্ড দিয়ে বিভিন্ন ধরনের কাগজ ও কাগজের বোর্ড হাতে বানিয়ে দেশবাসীকে অবাক করে দেন। কয়েক বছর পর তার দেখাদেখি ওই বিসিকেই শুকতারা নামের আরেকটি প্রতিষ্ঠান এ কাগজ তৈরি করে তারাও সফল হয়। এতে প্রতিষ্ঠান দুটিতে বেকার যুবকদের পাশাপাশি সৃষ্টি হয়েছে নারীদের কর্মসংস্থান। ফেনী বিসিকের শতরূপা হ্যান্ড মেড পেপার মিলের স্বত্বাধিকারী আবদুর রব জানান, এ ধরনের কাগজ ও বোর্ড এক সময় বিদেশ থেকে আমদানি করতে হতো। এখানে উৎপাদিত কাগজের মান তার চেয়ে ভাল হওয়ায় এখন বিদেশেও রফতানি হচ্ছে। ফেনী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আইনুল কবীর শামিম বলেন, ‘ব্যাপক চাহিদাসম্পন্ন এ ধরনের কাগজ তৈরির প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ানো গেলে দেশের অর্থনীতিতে ভাল ভূমিকা রাখবে।’ ফেনীর বিসিকে হাতে তৈরি এ দুটি কাগজের মিলে কর্মরত রয়েছেন প্রায় তিন শতাধিক শ্রমিক, যার বেশিরভাগই নারী। দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা চুক্তি সম্প্রতি এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি) ও অস্ট্রেলিয়ার চার্লস স্টার্ট ইউনিভার্সিটির মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এবিএম রাশেদুল হাসান এবং চার্লস স্টার্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক হিদার কাভানাগ স্বাক্ষর করেন। এর ফলে বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষার মানোন্নয়নে যৌথ উদ্যোগে গবেষণা, শিক্ষক শিক্ষার্থী বিনিময়, সাংস্কৃতিক উন্নয়ন, ও আন্তর্জাতিক সম্পর্কোন্নয়ন ত্বরান্বিত হবে। এছাড়াও যৌথ উদ্যোগে আন্তর্জাতিক সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপের অনন্য সুযোগ সৃষ্টি হয়েছে।-বিজ্ঞপ্তি
×