ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টিআইএন হালনাগাদের আহ্বান জানিয়েছে গ্রামীণফোন

প্রকাশিত: ০৩:৩৯, ৩ ফেব্রুয়ারি ২০১৭

টিআইএন হালনাগাদের আহ্বান জানিয়েছে গ্রামীণফোন

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের বিনিয়োগকারীদের ১২ ডিজিটের টিআইএন নম্বর হালনাগাদ করার আহ্বান জানানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানির রেকর্ড ডেট আগামী ২ মার্চ। এর আগেই কোম্পানির বিনিয়োগকারীদের ১২ ডিজিটের টিআইএন নম্বর হালনাগাদ করতে হবে। প্রসঙ্গত, যাদের টিআইএন ১২ ডিজিট থাকবে তাদের লভ্যাংশে কর কাটা হবে ১০ শতাংশ। আর যাদের টিআইএন থাকবে না তাদের ১৫ শতাংশ করে কর দিতে হবে। অন্যদিকে কোম্পানিটি ব্রোকারেজ হাউস ও সংশ্লিষ্ট ডিপির কাছ থেকে মার্জিন ঋণধারীদের তথ্য চেয়েছে। ব্রোকারেজ হাউসগুলোকে রেকর্ড ডেটের আগেই শেয়ারহোল্ডারদের নাম, বিও আইডি নম্বর, ক্লাইন্ট ওয়াইজ শেয়ারহোল্ডিং পজিশন, প্রাপ্য লভ্যাংশ, নেট লভ্যাংশ ইত্যাদি তথ্য পাঠাতে হবে। একই সঙ্গে ব্রোকারেজ হাউসগুলোকে ব্যাংক হিসাব নম্বর, নাম ও রাউটিং নম্বর কোম্পানির শেয়ার অফিসে পাঠাতে হবে।
×