ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দেশব্যাপী জাটকা সংরক্ষণ সপ্তাহ ১১ থেকে ১৭ মার্চ

প্রকাশিত: ০৯:০৭, ২ ফেব্রুয়ারি ২০১৭

দেশব্যাপী জাটকা সংরক্ষণ সপ্তাহ ১১ থেকে ১৭ মার্চ

বিশেষ প্রতিদিন ॥ আগামী ১১ থেকে ১৭ মার্চ দেশব্যাপী জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করবে সরকার। এবারের জাটকা সপ্তাহের সেøাগান ‘জাটকা ইলিশ ধরব না, দেশের ক্ষতি করব না’। সচিবালয়ে বুধবার মৎস ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের সভাপতিত্বে ইলিশ সম্পদ সংরক্ষণ সংক্রান্ত জাতীয় টাস্কফোর্সের সভায় এ সিদ্ধান্ত হয়। জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপনে ১১ মার্চ মৎস্য ভবনে সংবাদ সম্মেলন করবেন মন্ত্রী। ওইদিন পটুয়ালখালীর কলাপাড়ায় হবে শোভাযাত্রা ও জনসভা। জাটকা সংরক্ষণ সপ্তাহজুড়ে দেশের বিভিন্ন মাছের বাজারে ঝটিকা অভিযান ছাড়াও আগামী ১৭ মার্চ সারাদেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সিদ্ধান্ত হয়েছে সভায়। জাটকা নিধনরোধে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন গণমাধ্যমে প্রচারের পাশাপাশি মৎস্য গবেষণা ইনস্টিটিউট কর্মশালার আয়োজন করবে। এছাড়া জাটকা সংরক্ষণের স্বার্থে তেতুলিয়ায় র‌্যাবের একটি ক্যাম্প স্থাপনেরও সিদ্ধান্ত হয়েছে।
×