ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্রিটিশ পার্লামেন্টে ট্রাম্পের সমালোচনায় রুশনারা

প্রকাশিত: ০৯:০৩, ২ ফেব্রুয়ারি ২০১৭

ব্রিটিশ পার্লামেন্টে ট্রাম্পের সমালোচনায় রুশনারা

বিডিনিউজ ॥ সাত মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনায় সোচ্চার হয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী। একই কারণে প্রতিক্রিয়া দেখিয়েছেন লন্ডনের মুসলিম অধ্যুষিত বারা কাউন্সিল টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস। ট্রাম্পকে অবিলম্বে ওই নির্বাহী আদেশ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তারা। লন্ডনের বেথনাল গ্রীন এ্যান্ড বো আসনের এমপি রুশনারা আলী হাউস অব কমন্সে দেয়া বক্তৃতায় বলেন, ‘এই নির্বাহী আদেশ চরম বিভক্তিকর এবং একই সঙ্গে বিপদের। এটি আমেরিকা ও ইউরোপসহ পুরো মুসলিম বিশ্বে একটি আতঙ্কের বার্তা পৌঁছে দিয়েছে। একজন মুসলিম হিসাবে আমার কাছে এটি গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার বিষয়।” কানাডায় মসজিদে গুলিতে ছয়জন নিহতের কথা উল্লেখ করে তিনি বলেন, “এখন আমি এদেশেও আতঙ্কিত।” রুশনারা বলেন, “বিভক্তি ও ঘৃণার বিপরীতে রাজনীতিবিদরা যখন আতঙ্ক ছড়িয়ে দেন, যখন তারা এর বিরুদ্ধে সাহস নিয়ে দাঁড়াতে পারেন না, তখন তা ভুল বার্তা ছড়িয়ে দেয়।” ব্রিটিশ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীকে এর বিরুদ্ধে সাহস নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
×