ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশে আসছে না কানাডা হকি দল

প্রকাশিত: ০৫:৫৬, ২ ফেব্রুয়ারি ২০১৭

নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশে আসছে না কানাডা হকি দল

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ৪ মার্চ থেকে বিশ্ব হকি লীগের দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে বাংলাদেশের ঢাকার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে। এতে অংশ নেবে স্বাগতিক বাংলাদেশ, ওমান, ফিজি, চীন, ঘানা, মিশর, শ্রীলঙ্কা ও কানাডা। উদ্বোধনী ম্যাচে যে কানাডার সঙ্গে মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশের, সেই কানাডাই নাকি আসছে না। কারণ নিরাপত্তাজনিত শঙ্কা। কানাডীয় হকি দলের বাংলাদেশে না আসার বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ)। কানাডা না এলে তাদের পরিবর্তে অন্য একটি দেশকে নেয়া হবে। তবে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে) কানাডাকে নানাভাবে বোঝানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, হকিতে জাপানের পর কানাডা হচ্ছে দ্বিতীয় দল, যারা নিরাপত্তার অজুহাতে বাংলাদেশে আসছে না। ২০১৬ সালের আগস্টে অনুর্ধ-১৮ এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিল জাপান। এ টুর্নামেন্টের জন্য ইতোমধ্যে একাধিকবার আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক হয়েছে। সেখানে বিদেশী দলগুলোকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একটি সূত্র থেকে জানা গেছে কানাডা যেন বাংলাদেশ সফরে আসে, সেজন্য তাদের সামনে তুলে ধরা হচ্ছে সম্প্রতি ইংল্যান্ড ক্রিকেট দলের সফরের নিরাপত্তা আয়োজন। এছাড়া ২০১৬ সালের আগস্টে পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে অনুর্ধ-১৮ এশিয়া কাপ হকির আয়োজন করার দৃষ্টান্ত উপস্থাপন করা হয়েছে কানাডা দলকে। আরেকটি উদাহরণও দেয়া হয়েছে। সেটা হচ্ছে গত বছরের জুলাইয়ে ঢাকার গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গী-হামলার ঘটনায় ২২ জন নিহত হওয়ার পরও অক্টোবরে ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ সফরে এসেছিল। সোনারগাঁয়ে আন্তর্জাতিক দাবা আসর স্পোর্টস রিপোর্টার ॥ নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা এবং সোনারগাঁ উপজেলা পরিষদের আর্থিক সহযোগিতায় ও সোনারগাঁও চেস ক্লাবের আয়োজনে ‘আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা’ আগামী ১৪-২০ ফেব্রুয়ারি সোনারগাঁ উপজেলা পরিষদের অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে। বিজয়ীদের মধ্যে মোট দুই লাখ টাকা অর্থ পুরস্কার দেয়া হবে। এই প্রতিযোগিতায় ১২০ দাবাড়ু অংশ নেবেন। এদের মধ্যে দুই গ্র্যান্ডমাস্টার, এক আন্তর্জাতিক মাস্টার এবং একাধিক ভারতীয় দাাবাড়ু থাকবেন বলে নিশ্চিত করেছে আয়োজক কর্র্তৃপক্ষ। টুর্নামেন্টের এন্ট্রি ফি ৩০০ টাকা। নারায়ণগঞ্জের জয় যুব হকিতে স্পোর্টস রিপোর্টার ॥ ‘অগ্রণী ব্যাংক জাতীয় যুব হকি প্রতিযোগিতা’য় বুধবার একটি খেলা মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এতে নারায়ণগঞ্জ জেলা ২-১ গোলে রাজশাহী জেলাকে হারায়। নারায়ণগঞ্জের পক্ষে হৃদয় হোসেন জোড়া গোল করেন। রাজশাহীর হিমেল করেন একটি গোল।
×