ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুবাইয়ের রোসোনারি ক্লাবে খেলবেন সাবিনা

প্রকাশিত: ০৫:৫৬, ২ ফেব্রুয়ারি ২০১৭

দুবাইয়ের রোসোনারি ক্লাবে খেলবেন সাবিনা

স্পোর্টস রিপোর্টার ॥ এর আগে বাংলাদেশের প্রথম মহিলা ফুটবলার হিসেবে বিদেশের (মালদ্বীপে) ঘরোয়া ফুটবল খেলেছেন ফরোয়ার্ড সাবিনা খাতুন। এবার এই গোলমেশিন ডাক পেলেন আরব অমিরাতে গিয়ে সেখানকার দুবাইয়ের ক্লাব রোসোনারি ফুটবল ক্লাবে খেলার। রোসোনারি ক্লাবের সহকারী কোচ সাবিনার সঙ্গে কথা বলেছেন। এখন ভিসা পেলেই সাবিনা উড়াল দেবেন। কদিন আগে শিলিগুড়িতে অনুষ্ঠিত সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ রানার্সআপ হয়। দেশকে প্রথমবারের মতো ফাইনালে ওঠানোর পেছনে অন্যতম অবদান ছিল অধিনায়ক সাবিনার। মূলত সাফে সাবিনার পারফরমেন্স দেখেই তার সঙ্গে যোগাযোগ করেন রোসোনারি ক্লাবের কর্মকর্তারা। সামনেই ক্লাবটির টুর্নামেন্ট আছে, লীগ ম্যাচও আছে। এই ক্লাবের হয়ে সাবিনা খেলবেন দুই বা তিন মাস। তবে আগে সাবিনার ট্রায়াল হবে। তারপর তার পারফরমেন্স দেখে দীর্ঘমেয়াদী চুক্তি হতে পারে। দুবাই যাওয়া-আসার খরচ সাবিনাকেই বহন করতে হবে। রোসোনারি ক্লাব দেবে শুধু পারিশ্রমিক। উল্লেখ্য, সাবিনা ২০১৫ সালে মালদ্বীপে খেলেছেন সেখানকার পুলিশ ক্লাবের হয়ে। মালদ্বীপ উইমেন্স ফুটসাল ফিয়েস্তা টুর্নামেন্টে ৬ ম্যাচে ৩৭ গোল করেছিলেন। অস্ট্রেলিয়া টি২০ দল নতুনদের নিয়ে স্পোর্টস রিপোর্টার ॥ ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি২০ সিরিজের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ক্রিস লিনসহ নতুন মুখ চারজন। ওই সময় ভারত সফরে টেস্ট সিরিজ ও ইনজুরি মিলিয়ে দলের বেশ কয়েকজন তারকা খেলোয়াড় আসন্ন এই সিরিজে খেলতে পারছেন না বলেই নতুনদের ডাকা হয়েছে। স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারের অনুপস্থিতিতে নেতৃত্ব দেবেন এ্যারন ফিঞ্চ। আগামী ১৭ ফেব্রুয়ারি মেলবোর্নে তিন ম্যাচের টি২০ সিরিজ শুরু হবে। বাকি ম্যাচগুলো ১৯ ফেব্রুয়ারি জিলংয়ে ও ২২ ফেব্রুয়ারি এ্যাডিলেডে। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নির্বাচক ট্রেভর হনস বলেন, ‘অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে দারুণ একটি দল গঠনের চেষ্টা করেছি। টি২০ ফরমেটে নিজেদের উন্নতির পাশাপাশি র‌্যাঙ্কিংয়ের উন্নতিটাও মূল লক্ষ্য। অস্ট্রেলিয়া টি২০ দল ॥ এ্যারন ফিঞ্চ (অধিনায়ক), প্যাট্রিক কামিন্স, জেমস ফকনার, ট্রেভিস হেড, ময়েসিস হেনরিকস, মাইকেল ক্লিনগার, ক্রিস লিন, টিন পাইন, জাই রিচার্ডসন, বিলি স্ট্যানলেক, এ্যাস্টন টার্নার, এন্ড্রু টাই, এ্যাডাম জম্পা।
×