ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নিষিদ্ধ রাসেলকে ‘ক্লিন’ বলছেন আইনজীবী

প্রকাশিত: ০৫:৫৫, ২ ফেব্রুয়ারি ২০১৭

নিষিদ্ধ রাসেলকে ‘ক্লিন’ বলছেন আইনজীবী

স্পোর্টস রিপোর্টার ॥ আন্দ্রে রাসেল নিষিদ্ধ ড্রাগ গ্রহণ করেছেন কি না, সেই টেস্টটাই হয়নি, তবু এক বছরের জন্য নিষিদ্ধ হতে হয়েছে। এজন্য দায়টা তারই। এক-দুই নয়, তিনবার ওয়াডার (ওয়ার্ল্ড এ্যান্টি ডোপিং এজেন্সি) নিয়ম ভেঙ্গে এমন খড়গে পড়েছেন ২৮ বছর বয়সী ওয়েস্ট ইন্ডিজ তারকা। সংস্থাটির নিয়মে, ডোপিং টেস্টে অনুপস্থিত থাকা আর পজেটিভ হওয়া একই ধরনের অপরাধ। ৩১ ডিসেম্বর’ ২০১৬ থেকে এক বছরের এই নিষেধাজ্ঞা শুরু হয়েছে। ফলে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্স হয়ত তাদের অন্যতম ম্যাচ উইনার পারফর্মারকে পাচ্ছে না। রাসেলের আইনজীবী প্যাট্রিক ফস্টার অবশ্য তার মক্কেলকে ‘ক্লিন এ্যাথলেট’ অভিহিত করে শাস্তির বিরুদ্ধে আবেদন করা হবে বলে জানিয়েছেন। ২০১৫ সালে রাসেলের বিপক্ষে প্রথম নিষিদ্ধ ঘোষিত বস্তু সেবনের অভিযোগ আনে ওয়াডা। এরপর তিন- তিনবার ড্রাগ টেস্টে উপস্থিত হননি তিনি। এমনকি ফোন, মেইল ও চিঠির উত্তর পর্যন্ত দেননি। তবে রাসেল আত্মপক্ষ সমর্থন করে জানিয়েছেন, ব্যস্ত ক্রিকেটসূচীর কারণেই রিপোর্ট জমা দিতে পারেননি। তবে নীতিমালা ভঙ্গের অভিযোগ আনে জ্যামাইকা এ্যান্টি ডোপিং কমিশন। এ বিষয়ে শুনানির জন্য প্যানেল তৈরি করা হয়। সেখানেও হাজির হননি। ট্রাইব্যুনালের সভাপতি হুগ ফকনার বলেন, ‘রাসেলের বিপক্ষে সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে। এরপর সে যা করেছে, সেটি পুরোপুরি নিয়ম বহির্ভূত। নিষিদ্ধ করা ছাড়া আমাদের আর কোন উপায় ছিল না।’ রায়ের বিরুদ্ধে আপীলের কথা জানিয়ে রাসেলের আইনজীবী ফস্টার বলেন, ‘সে ছয় বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলে আসছে। রাসেল দারুণ ইমেজের অধিকারী একজন এ্যাথলেট। যেটা হয়েছে তা ইচ্ছাকৃত নয়। নিষেধাজ্ঞার বিরুদ্ধে অবশ্যই আমরা আদালতের স্মরণাপন্ন হব।’ পেস বোলিং-অলরাউন্ডার রাসেল উইন্ডিজের হয়ে ১ টেস্ট, ৫১ ওয়ানডে ও ৪৩টি টি২০ ম্যাচ খেলেছেন। বিশ্বব্যাপী ঘরোয়া টি২০তে অত্যন্ত সফল তুখোড় এই তারকা, সেখানে খেলেছেন ২৩২টি ম্যাচ।
×