ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নিজের ইচ্ছায় খেলছেন না মুস্তাফিজ!

প্রকাশিত: ০৫:৫৪, ২ ফেব্রুয়ারি ২০১৭

নিজের ইচ্ছায় খেলছেন না মুস্তাফিজ!

স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ডের বিপক্ষে টি২০ সিরিজেও এমনটি শোনা গিয়েছিল। বাংলাদেশ ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান নিজেই খেলতে চান না। যখন ভারতের বিপক্ষে ভারতের মাটিতে প্রথমবারের মতো টেস্ট খেলবে বাংলাদেশ, সেখানেও মুস্তাফিজ খেলতে চান না। প্রধান কোচ চন্দিকা হাতুরাসিংহের কথাবার্তাতে তাই মনে হচ্ছে। হাতুরাসিংহে বুধবার ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচের জন্য দল ঘোষণার পর সাংবাদিকদের জানান, ‘মেডিক্যাল দিক থেকে আমরা সব ছাড়পত্রই পেয়েছি ওকে (মুস্তাফিজকে) নিয়ে। তবে মাঠে চাপের মধ্যে খেলা এবং নিজের স্কিল দেখান পুরো অন্য ব্যাপার। ক্রিকেটার নিজে কেমন অনুভব করছে, সেটাকেই বেশি গুরুত্ব দিতে হয়েছে আমাদের। কারণ মেডিক্যালি আমরা কিছু পাইনি। ওর কথাই তাই শুনতে হয়েছে। কোন খেলোয়াড়ই বড় একটা ইনজুরির পর একটু অনীহা থাকে, সেটা যে ধরনের ইনজুরিই হোক না কেন, যদি কেউ পা ভেঙ্গে ফেলে, তারপরও মনে হয় সুস্থ হয়ে হাঁটতে যে আরেকটু বেশি সময় নেই। বোলিং অন্য একটি স্কিলের ব্যাপার। ওকে আরও বেশি সময় দিতে হবে আমাদের।‘ মুস্তাফিজের কথাই যে গুরুত্ব দেয়া হয়েছে, তা বোঝাই যাচ্ছে। মুস্তাফিজ না থাকায় দলের পেস আক্রমণ একটু দুর্বল হওয়াটাই স্বাভাবিক। হাতুরাসিংহেও তা বোঝেন। আর তাইতো বলেছেন, ‘কিছু করার নেই। কারণ ওর বড় একটি অস্ত্রোপচার হয়েছে। ফিরতে সময় লাগবেই। চোটের পর ফেরার প্রক্রিয়াতেই আছে সে। নিউজিল্যান্ডে সে ১২৭-১২৮ কিমি গতিতে বল করেছে। আগে ১৪০ করত। তো পুরোপুরি ফিট হতে সময় লাগবে। আমাদের পরিকল্পনায় আছে শ্রীলঙ্কায় পুরো ফিট হিসেবে ওকে পাওয়া।’ মুস্তাফিজ না থাকলেও ভারতের বিপক্ষে টেস্টে ভাল কিছু করার আশাই প্রকাশ করেছেন হাতুরাসিংহে। বলেছেন, ‘আইডিয়ালি অবশ্যই জিতলে ভাল লাগবে আমাদের। তবে ভারত সফরে গিয়ে খেলাটা খুব কঠিন। দেশের মাটিতে ওরা দারুণ দল। রেকর্ডই সেটি বলছে। তবে আমরাও আত্মবিশ্বাসী যে ভাল লড়াই করতে পারব। কারণ টেস্টেও আমরা প্রতিনিয়ত উন্নতি করছি।’ সঙ্গে যোগ করেন, ‘বিশেষ করে ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জিং হবে। কাজটা সহজ নয়। মাইন্ডসেট ও শট নির্বাচনের ব্যাপার। ওখানে একটি প্রস্তুতি ম্যাচ আছে আমাদের, কিছু অনুশীলন সেশন। যতটা পারা যায় প্রস্তুত হওয়ার চেষ্টা করব আমরা। কিন্তু ব্যাপারটা হলো, ভারতের কন্ডিশন অনেকটাই বাংলাদেশের মতো। আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব মানিয়ে নিতে।’ উপমহাদেশের উইকেট মানেই স্পিন নির্ভরতা। হাতুরাসিংহে মনে করেন, আমাদেরও ভাল স্পিনার আছে। বলেছেন, ‘তাদের (ভারতের) অনেক ভাল সব স্পিনার আছে। (রবিচন্দ্রন) অশ্বিন অনেক অভিজ্ঞ, র‌্যাঙ্কিংয়ে এক নম্বর বোলার। আরও দু’জন ভাল স্পিনার আছে। তবে তার মানে এই নয় যে আমাদের স্পিনাররা ভাল নয়। আমাদের ওরাও স্কিলফুল। আমাদের সাকিব আল হাসান আছে, মিরাজ ও তাইজুল আছে, ওরা টেস্ট ক্রিকেটে দারুণ করেছে। হ্যাঁ, ওরা বেশি অভিজ্ঞ। তার মানে এই নয় আমরা পিছিয়ে।’
×