ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে ক্রিকেট ফিরতে সময় লাগবে

প্রকাশিত: ০৫:৫৪, ২ ফেব্রুয়ারি ২০১৭

পাকিস্তানে ক্রিকেট ফিরতে সময় লাগবে

স্পোর্টস রিপোর্টার ॥ পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে আরও অনেকটা সময় লাগবে বলে মনে করছেন ইংল্যান্ড এ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সভাপতি জাইলস ক্লার্ক। যিনি বর্তমানে পাকিস্তান ক্রিকেট বিষয়ক টাস্ক ফোর্সের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। যে কারণে নিরাপত্তা পরিস্থিতি দেখতে সম্প্রতি তিনি পাকিস্তান সফর করেন। লাহোরে স্থানীয় পাঞ্জাব সরকারের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। গাদ্দাফি স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে ক্লার্ক বলেন, ‘বিশেষজ্ঞদের কাছ থেকে এই বিষয়ে প্রতিবেদন পাওয়ার পরই আনুষ্ঠানিকভাবে কিছু বলতে পারব। তবে বিশেষজ্ঞ না হয়েও কিছু বিষয়ের তারিফ করতে হবে। এখানে যেভাবে বিনিয়োগ করা হয়েছে, পাশাপাশি ক্রিক্রেটের প্রতি সাধারণের যে আবেগ দেখেছি, তাতে সবকিছুই বেশ ইতিবাচক।’ অবশ্য সার্বিক নিরাপত্তা পরিস্থিতি যে এখনও সন্তোষজনক নয় সে বিষয়টিও তুলে ধরেন তিনি, ‘তবে সব থেকে প্রধান বিষয় হলো সবার নিরাপত্তা। আর আমরা সবাই জানি, যে কোন ভয়ানক ঘটনা সবকিছুকে পিছিয়ে দিতে পারে। গত বছরেই এমন এক ঘটনায় আমরা দল পাঠাতে পারিনি। তবে আমরা সামনে এগিয়ে যেতে চাই। যদিও সবকিছু এত সহজ নয়। এরজন্য অনেক সময় প্রয়োজন।’ উল্লেখ্য, ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান টিম বাসে সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট প্রায় বন্ধ রয়েছে।
×