ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সেরেনাই সর্বকালের সেরা

প্রকাশিত: ০৫:৫৩, ২ ফেব্রুয়ারি ২০১৭

সেরেনাই সর্বকালের সেরা

স্পোর্টস রিপোর্টার ॥ গত দেড়যুগ ধরেই টেনিস কোর্টে রাজত্ব করছেন সেরেনা উইলিয়ামস। অসাধারণ সব কীর্তি গড়ে জায়গা করে নিয়েছেন টেনিসের সোনালী ইতিহাসে। বয়সে পঁয়ত্রিশ ছাড়িয়ে গেছেন আমেরিকান টেনিসের এই জীবন্ত কিংবদন্তি। কিন্তু টেনিস কোর্টে এখনও প্রতিপক্ষের আতঙ্কের নাম। বড় বোন ভেনাস উইলিয়ামসকে হারিয়ে কয়েকদিন আগে জিতলেন অস্ট্রেলিয়ান ওপেন। সেইসঙ্গে টেনিসের উন্মুক্তযুগে সর্বোচ্চ ২৩ গ্র্যান্ডসøাম জয়ের অবিস্মরণীয় কীর্তি গড়েন সেরেনা উইলিয়ামস। নতুন বছরের প্রথম মেজর টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পরই বিবিসি’র পাঠকদের সমীক্ষায় টেনিসের ওপেনযুগে সর্বকালের সেরা নারী খেলোয়াড় নির্বাচিত হন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান এই তারকা। বিবিসি’র পাঠকদের রায়ে প্রমীলা টেনিস খেলোয়াড়দের মধ্যে সর্বকালের সেরা হতে জার্মানির কিংবদন্তি স্টেফিগ্রাফ, যুক্তরাষ্ট্রের মার্টিনা নাভ্রাতিলোভা এবং অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্টকে পেছনে ফেলেছেন সেরেনা। বিবিসি’র পাঠকদের সমীক্ষায় সর্বোচ্চ ৪৯ শতাংশ ভোট পেয়েছেন তিনি। ভোটের রায়ে দ্বিতীয় হয়েছেন স্টেফিগ্রাফ। জার্মানির সাবেক এই তারকা খেলোয়াড় ভোট পেয়েছেন ৩৫ শতাংশ। আর পাঠকের ১০ শতাংশ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন মার্টিনা নাভ্রাতিলোভা। ভোটের রায় পেয়েছেন ১৮টি গ্র্যান্ডসøাম জয়ী যুক্তরাষ্ট্রের ক্রিস এভার্ট, ৯ গ্র্যান্ডসøাম জয়ী যুক্তরাষ্ট্রের মনিকা সেলেস এবং মার্গারেট কোর্টও। তবে তাদের ভোটের সংখ্যা একেবারেই নগণ্য। গত শনিবার বছরের প্রথম গ্র্যান্ডসøাম অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছেন সেরেনা। যা ছিল তার ক্যারিয়ারের ২৩তম গ্র্যান্ডসøাম। এই মেজর টুর্নামেন্টের শিরোপা নিজের শোকেসে তোলার ফলে স্টেফিগ্রাফকে পেছনে ফেলে সর্বোচ্চ গ্র্যান্ডসøাম জয়ের ক্ষেত্রে ওপেনযুগে সবার ওপরে জায়গা করে নেন সেরেনা। আর সবমিলিয়ে টেনিসের ইতিহাসের দ্বিতীয় স্থানে উঠে আসেন তিনি। সর্বোচ্চ ২৪টি গ্র্যান্ডসøাম জিতে এই তালিকায় সবার ওপরে আছেন মার্গারেট কোর্ট। তাই বিবিসি’র পাঠকদের রায়ে সর্বোচ্চ ভোট পেয়ে সর্বকালের সেরা টেনিস খেলোয়াড়ে ভূষিত হলেন সেরেনা। সেরেনার সেরা হওয়ার ব্যাপারে বিবিসি’র স্পোর্টস প্রেজেন্টার এবং ফরাসী ওপেনের সাবেক চ্যাম্পিয়ন সু বার্কার বলেন, ‘সামগ্রিকভাবে সেরেনা সর্বকালের সেরা। উন্মুক্তযুগে তো বটেই। কেননা এই সময়ে লড়াই করা অনেক বেশি কঠিন। তার সার্ভিসগুলো সর্বকালের সেরা সার্ভিসও। ভবিষ্যতে আরও অনেক গ্র্যান্ডসøাম জিতবে সে। আমার মনে হয়, এ বছরই সর্বোচ্চ গ্র্যান্ডসøামের মালিক হয়ে যাবে সেরেনা।’ গত বছর উইম্বলডন জিতেই ওপেনযুগের সর্বোচ্চ গ্র্যান্ডসøামের রেকর্ডে ভাগ বসান সেরেনা উইলিয়ামস। এরপর থেকেই ফর্মহীনতা এবং ইনজুরিতে ভুগেন তিনি। বাজে পারফর্মেন্সের কারণে নিজেকে মেলে ধরতে পারেননি ইউএস ওপেনেও। যার প্রভাব পড়ে টেনিস র‌্যাঙ্কিংয়েও। ছিটকে পড়েন শীর্ষস্থান থেকে। তার রাজত্বে আঘাত হানেন এ্যাঞ্জেলিক কারবার। তবে নতুন মৌসুমের শুরুতেই নতুন করে জ্বলে ওঠেন তিনি। দুর্দান্ত খেলেই নতুন বছরের প্রথম মেজর টুর্নামেন্ট নিজের শোকেসে তোলেন সেরেনা উইলিয়ামস। এর ফলেই র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পান। তবে সেরেনা উইলিয়ামস এখনই থেমে যেতে নারাজ। এ বিষয়ে তিনি তার টুইটারে লিখেন, ‘বছরের শুরুটা দারুণ হয়েছে ...। তবে আশাকরি আরও ভাল কিছু আসছে।’ এদিকে পুরুষ এককেও অভিজ্ঞ রজার ফেদেরারকে স্বরূপে খুঁজে পেয়েছে অস্ট্রেলিয়ান ওপেন। দীর্ঘদিন পর আবারও গ্র্যান্ডসøামের শিরোপার স্বাদ পান তিনি। চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালকে পরাজিত করে ক্যারিয়ারের ১৮তম গ্র্যান্ডসøাম উঁচিয়ে ধরেন। সেইসঙ্গে দীর্ঘদিন পর বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশেও জায়গা করে নেন তিনি। সুইজারল্যান্ডের এই টেনিস তারকার সামনে এখন পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ। পঁয়ত্রিশ বছর বয়সী রজার ফেদেরার কি পারবেন? টেনিসপ্রেমীদের অপেক্ষা এখন সেটাই দেখার।
×