ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মিনহাজুল আবেদীন নান্নু

‘ভারতে যথেষ্ট ভাল খেলবে বাংলাদেশ’

প্রকাশিত: ০৫:৫২, ২ ফেব্রুয়ারি ২০১৭

‘ভারতে যথেষ্ট ভাল খেলবে বাংলাদেশ’

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ দল ২০০০ সালে প্রথম টেস্ট খেলে। একবছর আগেই ১৯৯৯ সালে মিনহাজুল আবেদীন নান্নু বাংলাদেশের হয়ে সর্বশেষ ওয়ানডেটি খেলেন। ১৯৯৯ সালের বিশ্বকাপে পাকিস্তানকে হারানো সেই ইতিহাস রচনাকারী ম্যাচই নান্নুর আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ। দেশের হয়ে একটি টেস্টও খেলার সুযোগ পাননি। এখন তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক কমিটির প্রধান। তার বিশ্বাস, ‘ভারতে যথেষ্ট ভাল খেলবে বাংলাদেশ।’ ভারতের মাটিতে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। ৯ ফেব্রুয়ারি হায়দরাবাদে একমাত্র টেস্টটি শুরু হবে। এই টেস্টের জন্য বুধবার নান্নু দল ঘোষণা করেন। দল ঘোষণার পর দলকে নিয়ে আশার বাণী শোনান। বলেন, ‘ওরা (ভারত) আমাদের থেকে অনেক বেশি সুপিরিয়র সাইট। আমাদের থেকে অনেক বেশি অভিজ্ঞ। লংগার ভার্সন টেস্ট ক্রিকেটে আমরাও এগিয়ে যাচ্ছি। সেই চিন্তা-ভাবনা করেই কিন্তু আমাদের স্কোয়াড সাজান হয়েছে। আমাদের খেলোয়াড়দের এখন যথেষ্ট অভিজ্ঞতা আছে। ভারতে যথেষ্ট ভাল খেলবে আশা করছি।’ দলে নেই মুস্তাফিজুর রহমান। নেই নুরুল হাসান সোহান। যাকে এ মুহূর্তে বাংলাদেশের সেরা উইকেটরক্ষক ভাবা হয়ে থাকে। নেই অভিজ্ঞ পেসার রুবেল হোসেন। সোহানের পরিবর্তে সর্বশেষ বিসিএলে ডাবল শতক হাঁকান উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন কুমার দাস ও রুবেলের পরিবর্তে শফিউলকে নেয়া হয়েছে। নান্নুকে এসবের ব্যাখ্যা দিতে হয়েছে। মুস্তাফিজ কেন নেই? এ প্রসঙ্গে নান্নু জানান, ‘মুস্তাফিজের স্কিল ফিটনেসে অসুবিধা আছে। টেস্ট ম্যাচে অনেক বেশি বল করতে হয়। ও ধরনের ফিটনেসে এখনও ও রিকভারি করেনি। ফিজিক্যাল ফিটনেস ঠিক আছে, উন্নতি হয়েছে। কিন্তু স্কিলে যেটা দরকার ওর আরও সময় লাগবে। সে হিসেবে চিন্তা করে ক্রাইস্টচার্চে ওকে আমরা রেখেছিলাম। যেহেতু আমাদের বিকল্প খেলোয়াড়ের অভাব হয়ে গিয়েছিল। যেন ও হেল্প করতে পারে সেজন্য ১৪ জনের স্কোয়াডে রাখা হয়েছিল।’ সঙ্গে যোগ করেন, ‘ফিজিও বলেছে ফিজিক্যালি ফিট। কিন্তু টেস্ট ক্রিকেটে লম্বা সময় ধরে বোলিং করা ওই জিনিসটা এখনও ওর আসেনি। আমরা ম্যানেজমেন্টসহ সকলের সঙ্গে কথা বলে এ সিদ্ধান্ত নিয়েছি। সবকিছু নিয়ে সিদ্ধান্ত হয়েছে। ওকে নিয়ে আমরা যে প্ল্যান করছি, সামনের বিসিএলে ওকে যে কোন এক রাউন্ডে খেলাতে। অনেকদিন ধরে ও খেলার বাইরে। ও অনেকদিন ধরে খেলছে না। সে যদি লংগার ভার্সনে না যায় তাহলে টেস্ট ক্রিকেটে গিয়েই পরীক্ষা করা যায় না। ও তো আমাদের সম্পদ। ওকে আমাদের আস্তে আস্তে সুস্থ করতে হবে। সামনে অনেকগুলো ম্যাচও আছে। আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি রিকোভারি করবে।’ সোহানকে নিয়ে সাবেক ক্রিকেটার নান্নু জানান, ‘লিটনকে আমরা সোহানের জায়গায় নিয়েছি। ও (লিটন) কিন্তু ইংল্যান্ড সিরিজের আগ থেকে আমাদের টেস্ট স্কোয়াডের খেলোয়াড়। মাঝখানে সে ইনজুরিতে পড়েছিল অনেকদিন ধরে এবং ইনজুরি থেকে ফেরার পর ফর্মের ঘাটতি ছিল। বিসিএলে একটা ডাবল সেঞ্চুরিও পেয়েছে। আমরা চিন্তা করলাম এই সাবকন্টিনেন্টে খেলা। তাই এ চিন্তা করে ওকে নেয়া হয়েছে। সোহানকে অফ করা হয়েছে এবং সোহান পুলের বাইরে চলে যায়নি। যেহেতু একটা সিস্টেমের মধ্যে আছে। তাকে বাদ দেয়া হয়েছে। অবশ্যই সোহান বেটার উইকেটকিপার। এখানে আমরা ব্যাটিংয়ে বেশি চিন্তা-ভাবনা করেছি। ভারতের হোম সয়েলে ব্যাটসম্যানদের অনেক স্ট্রাগল করতে হয়। ব্যাটিংটাকে প্রাধান্য দিচ্ছি একটু বেশি।’ রুবেলকে নিয়ে জানান, ‘নিউজিল্যান্ড সফরের আগে আমরা যে স্কোয়াড দিয়েছিলাম। সেখানে দেখবেন শফিউল আমাদের প্রথম চয়েস ছিল। শফিউলের ইনজুরিতে রুবেলকে নেয়া হয়েছে। যেহেতু শফিউল ফিট আছে, ভাল আছে, সেই চিন্তায় তাকে নেয়া হয়েছে। রিপ্লেস করা হয়েছে।’
×