ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দুর্নীতির বিরুদ্ধে তৎপর চট্টগ্রাম কাস্টম ॥ দুই কর্মকর্তাসহ সাসপেন্ড ৩

প্রকাশিত: ০৫:৪৮, ২ ফেব্রুয়ারি ২০১৭

দুর্নীতির বিরুদ্ধে তৎপর চট্টগ্রাম কাস্টম ॥ দুই কর্মকর্তাসহ সাসপেন্ড ৩

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ দুর্নীতি দমন কমিশন (দুদক) দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি উচ্চারণের পর নড়েচড়ে উঠেছে চট্টগ্রাম কাস্টম হাউস। প্রায় সব সেকশনে এক ধরনের তটস্থ অবস্থা। উর্ধতন কর্তৃপক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছে যে, যাদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। চট্টগ্রাম কাস্টম হাউসের দুই কর্মকর্তাসহ ৩ জনকে ইতোমধ্যেই সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আরও এক কর্মকর্তাকে কারণ দর্শাতে বলা হয়েছে। সব সেকশনে স্বচ্ছতা আনতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কাস্টমস সূত্রে জানা যায়, অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় এ পর্যন্ত মোট ৩ জনকে সাসপেন্ড করা হয়েছে। তারা হলেন- সহকারী রাজস্ব কর্মকর্তা মুনির আহমেদ ও উত্তম কুমার এবং সিপাহি মোঃ নুরুজ্জামাল। তাদের বিরুদ্ধে অনৈতিক লেনদেনের অভিযোগ আছে। চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার এএফএম আবদুল্লাহ খান মঙ্গলবার এ ৩ জনকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্তের আদেশ দেন। এছাড়া আবদুল হাকিম হাওলাদার নামের এক কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছে। সপ্তাহখানেক আগে চট্টগ্রাম কাস্টমসে খোলামেলাভাবে অর্থ গ্রহণের সচিত্র প্রতিবেদন প্রচারিত হয় একটি টিভি চ্যানেল ও একটি সংবাদপত্রে। সেখানে দেখা যায় ২ কর্মকর্তা এবং এক সিপাহি প্রকাশ্যে ঘুষ গ্রহণ করছেন। বিষয়টি বেশ আলোচিত হয়। পরদিন ছিল আন্তর্জাতিক কাস্টমস দিবস। সোমবার চট্টগ্রাম কাস্টম হাউস পরিদর্শনে আসেন দুর্নীতি কমিশনের (দুদক) কমিশনার এএফএম আমিনুল ইসলাম এবং দুই মহাপরিচালক মুনির চৌধুরী ও আতিকুর রহমানের নেতৃত্বে ১২ সদস্যের একটি দল। তারা এসেসমেন্ট কক্ষ এবং বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। অভিযোগ নিয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এছাড়া তারা চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার এবং যুগ্ম কমিশনারদের সঙ্গে বৈঠকে বসেন। দুদক দলের পক্ষ থেকে দুর্নীতিবাজদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে বলা হয়, আমরা দেখতে চাই কাস্টমস কর্তৃপক্ষ কি ব্যবস্থা গ্রহণ করছে। ব্রিফিংয়ে দুদক কমিশনার জানিয়ে দেন যে, দুর্নীতি বন্ধ এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এরপর থেকে রীতিমতো সতর্কাবস্থা চট্টগ্রাম কাস্টম হাউসে।
×