ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুলিশের লাথিতে পুকুরে পড়ে তরুণের মৃত্যু

প্রকাশিত: ০৫:৪৩, ২ ফেব্রুয়ারি ২০১৭

পুলিশের লাথিতে পুকুরে পড়ে তরুণের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১ ফেব্রুয়ারি ॥ পুলিশের হাত থেকে পালাতে গিয়ে পানিতে পড়ে ওহিদ শেখ (২৪) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে নগরকান্দার ডাঙ্গি ইউনিয়নের বাঁশাগাড়ি গ্রামে। মঙ্গলবার রাতে ওই তরুণের লাশ উদ্ধার করা হয়। সোমবার রাত ১১টা থেকে ওই তরুণ নিখোঁজ ছিলেন। অবিবাহিত ওহিদ শেখ কৃষিজীবী ছিলেন। তার পিতার নাম আতিক শেখ। বাঁশাগাড়ির বাসিন্দা ইউপি সদস্য মোঃ জলিল মাতুব্বর বলেন, গত সোমবার রাতে ওহিদসহ ছয় তরুণ বাঁশাগাড়ি গ্রামের একটি বাড়িতে তাস খেলছিল। রাত ১১টার দিকে নগরকান্দা থানার ৬/৭ পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে। আটকের পর পাঁচজনকে হ্যান্ডকাপ পরাতে পারলেও ওহিদ ছুটে পালানোর চেষ্টা করেন। এ সময় এক পুলিশ সদস্য ওহিদকে লাথি দিলে তিনি পুকুরের পানিতে পড়ে যান। পরে পুলিশ আটক পাঁচজনকে নিয়ে থানায় চলে যায়। এলাকাবাসী জানান, এ ঘটনাটি জানাজানি না হওয়ায় বিষয়টি গ্রামবাসী বুঝতে পারেনি। পরে গ্রামের লোকজন থানায় গিয়ে ওহিদকে না পেয়ে মঙ্গলবার বিকেল থেকে ওই বাড়ির কাছের পুকুরে নেমে খোঁজাখুঁজি করে। রাতে ওহিদের লাশ খুঁজে পাওয়া যায়। ‘এটি নিছক একটি দুর্ঘটনা’ মন্তব্য করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসিম বলেন, সোমবার রাতে তাস খেলার সময় পুলিশ পাঁচজনকে আটক করলেও ওহিদ পালাতে গিয়ে পুকুরের পানিতে পড়ে মারা যায়। তিনি বলেন, ওহিদের মৃত্যুর বিষয়ে তার পরিবারের সদস্যদের কোন আপত্তি নেই। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি দাবি করেন, পালানোর সময় কোন পুলিশ সদস্য ওহিদকে লাথি মারেনি। এ দাবি নাকচ করে দিয়ে ইউপি সদস্য মোঃ জলিল মাতুব্বর বলেন, ওহিদকে লাথি মারা হয়েছিল এ কথা অভিযানে আসা পুলিশ সদস্যরাই আমার কাছে স্বীকার করেছেন। দুপুরে থানায় পুলিশই বলে ‘লাথি খেয়ে যে পড়ে যায়, সে কোথায়’। তখনই আমরা ওহিদের নিখোঁজ হওয়ার বিষযটি জানতে পারি। পরে পুকুরে গ্রামের দেড় শতাধিক লোক নেমে ওহিদের লাশ উদ্ধার করি।
×