ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রংপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত

প্রকাশিত: ০৫:৪২, ২ ফেব্রুয়ারি ২০১৭

রংপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১ ফেব্রুয়ারি ॥ তারাগঞ্জে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও একটি ওয়ান শূটারগান উদ্ধার করা হয়। বুধবার ভোরে রংপুর-সৈয়দপুর মহাসড়কে কুর্শা গ্রামের লেংটিছেড়া ব্রিজ এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতরা হলো- তারাগঞ্জের সয়ার ইউনিয়নের ধোলাইঘাট গ্রামের মশিউর রহমান (৩৭) এবং বুড়িরহাট এলাকার বাসিন্দা বিজয় (২৮)। তাদের মরদেহ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশের দাবি, তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ জানান, একদল ডাকাত মহাসড়কের ওই এলাকায় অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করলে ডাকাতরা গুলি ছোড়ে। আত্মরক্ষায় পুলিশও গুলি করে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। বাকিরা পালিয়ে যায়। ওসি আরও জানান, নিহত দুই ডাকাতের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাই ও ১৪/১৫টি ডাকাতির মামলা রয়েছে।
×