ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামের ৯ আইনজীবীকে শোকজ

প্রকাশিত: ০৫:৪২, ২ ফেব্রুয়ারি ২০১৭

চট্টগ্রামের ৯ আইনজীবীকে শোকজ

স্টাফ রিপোর্টার ॥ চট্টগ্রামের ম্যাজিস্ট্রেট কোর্টের এজলাস ভাংচুরের সঙ্গে জড়িত ৯ আইনজীবীকে শোকজ করা হয়েছে। আইনজীবীদের স্বীকৃতিদানকারী প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিলের পক্ষ থেকে অভিযুক্ত ৯ জনের নামে শোকজ জারি করা হয়েছে। বার কাউন্সিলের ভারপ্রাপ্ত সচিব আফজালুর রহমান জনকণ্ঠকে এ কথা বলেছেন। সম্প্রতি চট্টগ্রামের ম্যাজিস্ট্রেট কোর্টে বিচার চলাকালীন এজলাস ভাংচুর করেন বেশ কয়েকজন আইনজীবী। এরপর বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। বিষয়টিকে আমলে নিয়ে এ ঘটনার কারণ জানতে বুধবার অভিযুক্ত ব্যক্তিদের শোকজ করেছে বাংলাদেশ বার কাউন্সিল। তাদের মধ্যে রয়েছেন, আইনজীবী জান্নাতুল ফেরদৌস মুক্ত, চন্দন বিশ্বাস, শাকিল, আউয়াল খান, টি আর খান, প্রদীপ, সিবলী, মাসুদ পারভেজ এবং মোস্তাফিজুর রহমান। আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যথাযথ উত্তর দেয়া না হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে বার কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে। জড়িত আইনজীবীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য গত ২৩ জানুয়ারি বার কাউন্সিলকে চিঠি দিয়েছে সুপ্রীমকোর্ট। চিঠিতে বলা হয়েছে, আইনজীবীরা আইন পেশায় নিয়োজিত থাকলেও তারা এজলাস ভাংচুর ও মামলার মূল্যবান নথি তছনছের যে ঘটনা ঘটিয়েছেন তা কখনই কাম্য নয়। নিঃসন্দেহে এহেন কর্মকা- নিন্দনীয় ও গুরুতর পেশাগত অসদাচরণের শামিল। এরূপ আচরণকারী আইনজীবীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ব্যতীত অন্য কোন বিকল্প নেই। এমতাবস্থায় আইনজীবীদের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হিসেবে বার কাউন্সিল এ ঘটনায় জড়িত আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। সুপ্রীমকোর্টের চিঠির প্রেক্ষিতে বাংলাদেশ বার কাউন্সিল অভিযোগ আমলে নিয়ে ৯ আইনজীবীকে শোকজ নোটিস দেয়।
×