ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রথমবারের মতো দলীয় ভিত্তিতে উপজেলা নির্বাচন ৬ মার্চ

প্রকাশিত: ০৫:৪২, ২ ফেব্রুয়ারি ২০১৭

প্রথমবারের মতো দলীয় ভিত্তিতে উপজেলা নির্বাচন ৬ মার্চ

স্টাফ রিপোর্টার ॥ প্রথমবারের মতো দেশে দলীয় ভিত্তিতে উপজেলা নির্বাচন হবে আগামী ৬ মার্চ সোমবার। এদিন দেশের তিন উপজেলা পরিষদে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়েছে। উপজেলা তিনটির মধ্যে রয়েছে সিলেট জেলার ওনসানীনগর, খাগড়াছড়ির গুইমারা ও সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায়। এছাড়াও ওইদিন কুড়িগ্রাম সদরে, বরিশালে বানরীপাড়ায় ও গৌরনদী, ঝালকাঠির কাঠালিয়া, পটুয়াখালীর রাঙ্গাবালী, কুমিল্লার আদর্শ সদর, পাবনার সুজানগর, কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় চেয়ারম্যান পদ শূন্য থাকায় এসব পদে উপনির্বাচনের ভোটগ্রহণ করা হবে। অপর দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম গ্রাম, নাটোরের বরাইগ্রাম, নীলফামারী জলঢাকায়, সাতক্ষীরা কলারোয়ায় ভাইসচেয়ারম্যান পদে এবং কুমিল্লার সদর দক্ষিণ ও পাবনার ঈশ্বরদী উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোটগ্রহণ করা হবে। কমিশন থেকে জানানো হয়েছে এসব উপজেলায় চেয়ারম্যান ও ভাইসচেয়ারম্যান পদে নির্বাচনের জন্য আগ্রহী প্রার্থীরা ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবারের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে তাদের মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। মনোনয়নপত্র বাছাই করা হবে ১০ ফেব্রুয়ারি শুক্রবার। প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ফেব্রুয়যারি শুক্রবার। বুধবার নির্বাচন কমিশন এ তিনটি উপজেলায় নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে। এর আগে ২০১৪ সালে সারাদেশে কয়েক দফায় উপজেলায় নির্বাচন করা হয়। তখন নির্বাচন হয়েছিল নির্দলীয়ভাবে উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে দেশে প্রথমবারের মতো পৌরসভা নির্বাচনের মাধ্যমে দলীয় ভিত্তিতে স্থানীয় নির্বাচন শুরু হয়। এরপর সিটি কর্পোরেশন নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় ভিত্তিতে অনুষ্ঠিত হলেও এই প্রথম উপজেলায় দলীয় ভিত্তিতে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করল নির্বাচন কমিশন।
×